Breaking News

ফের ইন্ডিয়া জোটে ধাক্কা? বিহার বিধানসভা নির্বাচনে লড়ার সিদ্ধান্ত আম আদমি পার্টির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দিল্লি-পঞ্জাবের পর এবার বিহারেও ধাক্কা খেতে চলেছে ইন্ডিয়া জোট। বিহার বিধানসভার নির্বাচনে লড়াই করতে চলেছে আম আদমি পার্টি। রবিবার বিহারে দলের দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের সঙ্গে এক বৈঠকের পর আপের জেনারেল সেক্রেটারি সন্দীপ পাঠক এমনটাই জানিয়েছেন। বিহারে বিধানসভার নির্বাচন হওয়ার কথা ২০২৫ সালে। তার আগে এদিনের বৈঠকে আপ নেতা সন্দীপ পাঠক বিহারে দলের সংগঠন বাড়ানোর উপর জোর দেন। এদিনের বৈঠকে বিহারে দলের দায়িত্বপ্রাপ্ত দিল্লির বিধায়ক আজেশ যাদবও উপস্থিত ছিলেন। সন্দীপ জানান, নোংরা রাজনীতির দরুন বিহারের যেখানে পৌঁছনোর দরকার ছিল সেখানে পৌঁছতে পারেনি। আপ নির্বাচনে গুজরাটের মতোই সর্বশক্তি দিয়ে বিহার নির্বাচনে লড়বে। তবে স্থানীয় স্তরের নির্বাচন গুলোকে টার্গেট করে নির্বাচনে লড়াইয়ের প্রস্তুতি নেওয়া হবে।’ বিজেপিকে আক্রমণ করে সন্দীপ পাঠক বলেন, ‘দেশ এক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে গত নয় বছরে ভাষণ দেওয়া ছাড়া কোনও উত্তর নেই। জাতীয় স্তরে বিরোধীদের ইন্ডিয়া জোট নিয়েও মুখ খুলেছেন সন্দীপ। তিনি জানান, মতের অমিল ঘটলেও কিন্তু দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই জোট গঠন হয়েছে। আপ জাতীয় দল তারা লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবে। তবে জোটের বিষয়ে সিদ্ধান্ত পরে নেওয়া হবে।’

বিহারে বিধানসভা নির্বাচনে আপের লড়াই করার সিদ্ধান্ত নিয়ে বিহারের বিজেপি নেতা তথা প্রাক্তন মন্ত্রী সৈয়দ শাহনওয়াজ হুসেন জানান, বিহারে ৪০টি লোকসভা আসন রয়েছে, আপের লড়াই করার সিদ্ধান্ত নিয়ে এনডিএ-র কোনও সমস্যা নেই, তবে আপকে যারা বিহারে ডেকে নিয়ে এসেছে এই সিদ্ধান্তে সবচেয়ে সমস্যায় পড়বে তারাই। রাষ্ট্রীয় জনতা দলের সাংসদ মনোজ ঝাঁ জানান, কিছু নির্দিষ্ট উপর নিতীর উপর দাঁড়িয়েই ইন্ডিয়া জোট তৈরি হয়েছিল। সবারই সেই সিদ্ধান্তকে মান্যতা দেওয়া উচিত। তবে জনতা দল ইউনাইটেড নেতা নীরজ কুমার জানান, সব দলেরই নিজেদের সংগঠন বিস্তারের অধিকার রয়েছে। ইন্ডিয়া জোটের মধ্যে যে দ্বন্দ্ব রয়েছে তা সময়ের সঙ্গে মিটে যাবে।

Sabyasachi Bhattacharya

Sabbyasachi Bhattacharjee Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 23 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Recent Posts

Kickboxing | বাবা রাজমিস্ত্রী, কিকবক্সিংয়ে রাজ্যস্তরের প্রতিযোগিতায় সোনা জিতল ছেলে ও মেয়ে

বেলাকোবা : বাবা পেশায় রাজমিস্ত্রী। সেই পরিবারেরই ছেলে ও মেয়ে দু’জনেই রাজ্য জুনিয়র কিকবক্সিং প্রতিযোগিতায়…

18 mins ago

Cough syrup smuggling | সাইকেলের যন্ত্রাংশের আড়ালে কাফসিরাপ পাচারের চেষ্টা! বানচাল করল পুলিশ ও এসটিএফ

শিলিগুড়ি: গন্তব্যস্থলে পৌঁছানোর আগেই অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কাফসিরাফ উদ্ধার করল পুলিশ। সঙ্গে ফুলবাড়ির জিয়াগঞ্জ…

34 mins ago

Siliguri | কখনও রাস্তায় শুয়ে পড়ছেন, কখনও হুমকি দিচ্ছেন! রিকশাওয়ালাকে সামলাতে নাজেহাল ট্রাফিক

শিলিগুড়ি: ভেনাস মোড়ে  রবিবারের সকালে কার্যত তাণ্ডব করতে দেখা গেল এক রিকশা চালককে। কখনও তাঁকে…

44 mins ago

Sandeshkhali Viral video | সিবিআইয়ের ক্ষমতা থাকলে আমাকে বাড়ি থেকে তুলুক, বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সন্দেশখালির স্ট্রিং অপারেশনের ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য রাজনীতি। বিজেপির…

1 hour ago

Bagdogra | খুনের এক মাস পর ভুবনেশ্বর থেকে গ্রেপ্তার অভিযুক্ত আইনজীবী

বাগডোগরা: খুনের ঘটনায় (Murder Case) এক মাস ফেরার থাকার পর গ্রেপ্তার হল অভিযুক্ত আইনজীবী (Lawyer…

1 hour ago

China Drone | পঞ্জাবে পাক সীমান্তে উদ্ধার ২টি চিনা ড্রোন

চণ্ডীগড়: পঞ্জাবের অমৃতসর জেলার সীমান্ত এলাকা থেকে রবিবার দুটি চিনা ড্রোন উদ্ধার করেছে বর্ডার সিকিউরিটি…

1 hour ago

This website uses cookies.