উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আবার বড় পর্দায় ফিরতে চলেছেন আমির খান(Aamir khan)। ‘তারে জমিন পর’ ছবির সিক্যুয়েলে দেখা যাবে তাঁকে এমন খবর বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে। এরই মধ্যে আবার নতুন খবর। কিংবদন্তি গায়ক কিশোর কুমারের(Kishore Kumar) বায়োপিকে নাকি অভিনয় করতে চলেছেন বলিউডের মিঃ পারফেকশনিষ্ট। ছবিটি পরিচালনা করবেন অনুরাগ বসু(Anurag Basu)। বলিউডের স্বনামধন্য প্রযোজক ভূষণ কুমারের(Bhushan Kumar) সঙ্গে নাকি ইতিমধ্যেই এই ছবির ব্যাপারে আলোচনাও সেরে ফেলেছেন আমির এবং অনুরাগ। যদিও আমির নিজে এই ব্যাপারে এখনও কোনও বিবৃতি দেননি।
এর আগেও অনুরাগ বসু এবং সুজিত সরকার কিশোর কুমারের জীবনকে সিনেমার(Kishore Kumar Biopic) পর্দায় আনার চেষ্টা করেছেন। রণবীর কাপুরকে নাকি কিশোরের চরিত্রে ভাবাও হয়েছিল। কিন্তু কিশোর কুমারের পরিবারের তরফে অনুমতি নিয়ে কিছু সমস্যা তৈরি হওয়ায় সেই ছবির কাজ বন্ধ হয়ে যায়। এবার যদিও এই বায়োপিক তৈরির দায়িত্ব নিতে চলেছেন কিশোর কুমারের পরিবারই। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে কিশোর কুমারের ছেলে অমিত কুমার বলেন, ‘কিশোর কুমারকে ওর পরিবারের লোকই সবচেয়ে ভাল চেনে। তাই কিশোর কুমারের বায়োপিক তাঁর পরিবারের হাতে তৈরি হলেই দর্শক কিশোর কুমারের জীবনকে ঠিকভাবে দেখতে পাবেন।’