শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

Aamir Khan | ‘এটি অত্যন্ত লজ্জাজনক…’ বলিউড তারকাদের চাহিদার বাড়বাড়ন্ত নিয়ে ফুঁসে উঠলেন আমির

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শুটিং সেটে বলিউড তারকাদের (Bollywood Stars) চাহিদার বাড়বাড়ন্ত নিয়ে এবার ফুঁসে উঠলেন আমির খান (Aamir Khan)। তাঁর দাবি, আজকাল শুটিং ফ্লোরে অনেক তারকাদেরই নাকি ভ্যানিটি ভ্যান থেকে শুরু করে জিম, এমনকি লাইভ কিচেন চাই। আর এই সংস্কৃতির সমালোচনা করে এটিকে ‘লজ্জাজনক’ এবং প্রযোজকদের জন্যও ‘অন্যায্য’ বললেন আমির।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এপ্রসঙ্গে মুখ খুলেছেন আমির। ইন্ডাস্ট্রিতে তাঁর প্রথমদিকের সময়গুলি স্মরণ করতে গিয়েই তিনি বলেন, “তারকাদের সত্যিই স্বীকৃতি পাওয়া উচিত। কিন্তু এমন পর্যায়েও নয় যে তাঁরা প্রযোজকদের হয়রানির কারণ হয়ে দাঁড়ায়। একটা সময়ে প্রযোজক সেটে তারকাদের গাড়ির চালক এবং সেটে তাঁদের সহকারীর খরচও বহন করতেন। আমার কাছে যা খুব অদ্ভুত বলে মনে হয়েছিল। আমি ভেবেছিলাম, ‘ড্রাইভার এবং সহকারীরা যদি আমার জন্য কাজ করেন, তাহলে প্রযোজক কেন তাঁদের খরচ বহন করছেন?’ প্রযোজক যদি আমার ব্যক্তিগত কর্মীদের বেতন দেন, তাহলে কি তিনি আমার বাচ্চাদের স্কুলের বেতনও দিতেও শুরু করবেন? এসব কবে থামবে?”

এরপরই আমির বলেন, ‘প্রযোজকদের শুধুমাত্র ছবির সঙ্গে সরাসরি যুক্ত খরচ বহন করা উচিত। এর মধ্যে রয়েছে তারকাদের পোশাক, চুল, মেকআপ। কিন্তু আমি শুনেছি আজকাল তারকারা নিজেদের চালককে পারিশ্রমিক দিতে চান না। প্রযোজকদের টাকা দিতে বলেন। এখানেই শেষ নয়, তাঁদের ব্যক্তিগত রাঁধুনি, তাঁদের ট্রেনারদের পারিশ্রমিকও প্রযোজককে মেটাতে বাধ্য করেন। এমনকি শুটিং ফ্লোরে তারকারা লাইভ কিচেন, ভ্যানিটি ভ্যান, জিম এসব কিছুর চাহিদাও রাখেন। আর এসবের টাকা প্রযোজক বহন করবেন এই আশাও রাখেন।’ এরপরই তাঁর সংযোজন, ‘প্রযোজকের উপর বাড়তি খরচ চাপিয়ে দেওয়া হলে তা ফিল্ম ইণ্ডাস্ট্রিকে ক্ষতিগ্রস্থ করবে। তারকারা কোটি কোটি টাকা আয় করছেন, কিন্তু নিজেদের চাহিদা মেটাতে পারছেন না? আমার কাছে এগুলো ভীষণ অবাক করা বিষয়। সেই সঙ্গে ইন্ডাস্ট্রির জন্য খুবই দুঃখজনক এবং ক্ষতিকর। আমি দৃঢ়ভাবে বলছি যে এটা লজ্জাজনক যে আজও এমন অভিনেতা রয়েছেন, যারা তাঁদের প্রযোজক এবং চলচ্চিত্রের প্রতি অত্যন্ত অন্যায় আচরণ করে চলেছেন।’

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Vicky Kaushal-Katrina Kaif | অপেক্ষার অবসান, মা হলেন ক্যাটরিনা, সোশ্যাল মিডিয়ায় সুখবর দিলেন ভিকি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অপেক্ষার অবসান। মা হলেন ক্যাটরিনা...

Vijay-Rashmika | বিয়ের দিনক্ষণ পাকা করলেন বিজয়-রশ্মিকা, হয়ে গেল দুই তারকার আংটি বদল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ অনেকদিন থেকেই শোনা যাচ্ছিল গুঞ্জন।...

Haq Movie | ‘হক’ ছবির মুক্তি রুখতে শাহ বানুর কন্যার আবেদন নাকচ মধ্যপ্রদেশ হাইকোর্টের, কবে রিলিজ হচ্ছে ছবি?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইমরান হাশমি ও ইয়ামি গৌতম...

KIFF 2025 | কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উদ্বোধনে মুখ্যমন্ত্রী, বঙ্গবিভূষণে ভূষিত আরতি মুখোপাধ্যায়, শত্রুঘ্ন সিনহা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব...