উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মাঝরাতে গুলির শব্দ। নিজের বাড়িতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু (AAP MLA Shot Dead) হল লুধিয়ানার আম আদমি পার্টি (আপ)র বিধায়ক গুরপ্রীত গোগীর (Gurpreet Gogi)।
গুরপ্রীত কংগ্রেসে ছিলেন। এরপর ২০২৩ সালে তিনি আপে (AAP) যোগদান করেন। আপের টিকিটেই জয়ী হয়ে পঞ্জাবের লুধিয়ানার (Ludhiana) বিধায়ক হন। তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে, গুরপ্রীতের কাছে থাকা পিস্তলটিতে লাইসেন্স রয়েছে। শুক্রবার রাতে সারাদিনের সমস্ত কর্মসূচি সেরে বাড়ি ফিরেছিলেন গুরপ্রীত। এরপর নিজের ঘরে একাই ছিলেন। ভুলবশত কোনওভাবে তিনি নিজের উপর গুলি চালিয়ে ফেলেন বলে পরিবার সূত্রে দাবি।
গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে। আসলেই তিনি ভুলবশত গুলি চালিয়ে ফেলেছেন, না এটি আত্মহত্যা, না এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।