উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পরিচালক অনুরাগ বসুর (Anurag Basu) পরিচালনায় বড় পর্দায় আসছে ‘আশিকি থ্রি’ (Aashiqui 3)। মার্চ থেকে শুরু হবে শুটিং। এমনটাই জানিয়েছেন পরিচালক।
‘আশিকি টু’-তে আদিত্য রয় কাপুর এবং শ্রদ্ধা কাপুরের জুটি বেশ সাড়া ফেলেছিল দর্শকদের মধ্যে। ‘আশিকি থ্রি’তেও ভালোবাসার এক অপরূপ কাহিনি ফুটে উঠবে বলে আশা অনুরাগীদের। সিনেমার নায়ক কার্তিক আরিয়ান (Kartik Aryan)। নায়িকা কে, তা অবশ্য এখনও জানা যায়নি।
জানা গিয়েছে, ২০২২ সালে ‘আশিকি থ্রি’ ছবির পরিকল্পনা হয়। কার্তিক আরিয়ান সিনেমার নায়ক। নানা কারণে সিনেমার কাজ থমকে ছিল। তবে এবার মার্চে শুরু হবে শুটিং। ১৯৯০ সালে ‘আশিকি’ ছবিটি পরিচালনা করেছিলেন মহেশ ভাট। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রাহুল রায় এবং অনু আগরওয়াল।