উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : চলতি টি২০ সিরিজের চতুর্থ ম্যাচ। বৃহস্পতিবার গোল্ড কোস্টের কারারা ওভালে প্রথমবার খেলতে নামবে ভারত। সিরিজে এগিয়ে যাওয়ার সুযোগ দুই দলের সামনে। গুরুত্বপূর্ণ যে দ্বৈরথে অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে হোবার্ট থেকে কুইন্সল্যান্ডের গোল্ড কোস্টে সদলবলে পৌঁছে গিয়েছেন গৌতম গম্ভীর।
ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে গোল্ড কোস্ট বিমানবন্দর থেকে সূর্যকুমার যাদবদের বেড়িয়ে আসার ছবি পোস্ট করা হয়েছে। দলের সঙ্গে দেখা গিয়েছে নীতিশকুমার রেড্ডিকেও। দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের জন্য ইতিমধ্যে কুলদীপ যাদবকে ছেড়ে দিয়েছে দল। চোটের জন্য গত কয়েক ম্যাচে খেলার পরিস্থিতিতে না থাকলেও দলের সঙ্গে গোল্ড কোস্টে পৌঁছোছেন নীতিশও।
মঙ্গলবার অবশ্য ছুটির মেজাজে কাটাল গোটা দল। শুভমান গিল, অভিষেক শর্মারা একেবারে ‘বিচ মোডে’। গোল্ড কোস্টে পা রেখে পৌঁছে যান এখানকার বিশ্ববিখ্যাত সমুদ্র বিচে। সমুদ্র স্নান, বিচে কাটানোর ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন শুভমানরা। চলতি সফরের ব্যস্ত সূচির কারণে ‘ছুটি’ কাটানোর সুযোগ হয়নি। তৃতীয় ও চতুর্থ ম্যাচের মাঝে দিন তিনেকের ব্যবধান। যা হাতছাড়া করেননি তাঁরা।
অপরদিকে, চতুর্থ টি২০ ম্যাচের প্রাক্কালে অধিনায়ক সূর্যকুমার যাদব আবার এবি ডিভিলিয়ার্সের শরণাপন্ন! দল ছন্দে থাকলেও সূর্যের ব্যাটে রানের খরা। লম্বা ব্যাডপ্যাচের ধাক্কায় চাপ বাড়ছে। তবে টি২০-র নিম্নমুখী গ্রাফের জন্য নিজের থমকে থাকা ওডিআই কেরিয়ারকে অক্সিজেন জোগাতে এক বার্তায় এবির কাছে সাহায্য চেয়েছেন।
আবেগঘন বার্তায় ভারতীয় ক্রিকেটের ‘মি. ৩৬০ ডিগ্রি’ সূর্য লিখেছেন, ‘প্লিজ, এবি আমাকে সাহায্য কর। ওর সঙ্গে দেখা হলে জিজ্ঞাসা করব টি২০ এবং ওডিআই, দুই ফর্ম্যাটের ভারসাম্য একসঙ্গে কীভাবে বজায় রাখব। আমি এখনও যা করে উঠতে পারিনি। আমার ধারণা টি২০-র মেজাজেই ওডিআই-ও খেলা উচিত। ওকে (এবি) জিজ্ঞাসা করব দুই ফর্ম্যাটে ও সফল হতে কী করেছে।’
২০২৩-এ শেষবার দেশের হয়ে ওডিআই ম্যাচ খেলেছেন সূর্য। ৩৭টি ম্যাচ খেললে সাফল্য পাননি। ৭৭৩ রান করেছেন ২৫ ব্যাটিং গড়ে। টি২০-তে যদিও উলটো ছবি। আইসিসি র্যাংকিংয়ে দীর্ঘদিন শীর্ষস্থান দখলে রেখেছিলেন। অধিনায়ক হওয়ার পর গ্রাফ নীচের দিকে হলেও এখনও সেরা দশে রয়েছেন।
সূর্য আশাবাদী, তাঁর আবেদন এবির কানে পৌঁছোবে। বলেছেন, ‘এবি, তুমি যদি আমার কথা শুনে থাকো, তাহলে যোগাযোগ করো। আমার সামনে গুরুত্বপূর্ণ ৩-৪ বছর রয়েছে। আমি মরিয়া ওডিআইয়ে খেলতে। প্লিজ সাহায্য করো। টি২০ আর ওডিআইয়ের মধ্যে ভারসাম্য রাখতে পারছি না।’

