উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এলাকার মানুষের কাছে ‘অবনপল্লী’ বড় গর্বের। এখানেই একটা সময় দিন কাটিয়েছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো অবনীন্দ্রনাথ ঠাকুর (Abanindranath Tagore)। তাঁর সেই সাধের বাড়ি আজ প্রোমটারদের করাল গ্রাসে! ভাঙা হচ্ছে এই প্রাচীন বাড়িটি। সেখানে তৈরি হবে বহুতল।
একপ্রকার নিরুপায় হয়ে সবটা দেখে আক্ষেপ করা ছাড়া এলাকাবাসীদের কাছে আর কোনও উপায় নেই। রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindra Nath Tagore) ভাইপো অবনীন্দ্রনাথ ঠাকুর। অবনপল্লীতে থাকা তাঁর বাড়ির নাম ‘আবাস।’ সেই ঐতিহ্যবাহী স্মৃতিবিজড়িত ‘আবাস’ বর্তমানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কারণ বাড়ি ভেঙে সেখানে তৈরি করা হবে বহুতল। চোখের সামনে এমন কাণ্ড দেখে স্থানীয়রা বলছেন, এভাবেই ঠিকাদার, জমি হাঙরদের দখলে চলে যাবে শান্তিনিকেতন। এদিকে বাড়ি ভাঙার প্রসঙ্গে বিশ্বভারতী কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

তবে বিশ্বভারতীর পাঠভবনের প্রাক্তন উপাধ্যক্ষ তথা শান্তিনিকেতনের প্রবীণ আশ্রমিক সুব্রত সেন মজুমদার অবনীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজরিত ‘আবাস’ বাড়িটির প্রতিবেশী। তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘অবনীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত এই বাড়িতে তাঁর ছেলেদেরও বসবাস করতে দেখেছি। এই বাড়ি ভেঙে ফেলাটা অত্যন্ত হৃদয়বিদারক। বাড়ির কাঠামো ও গঠন অবন ঠাকুর, অলক ঠাকুরদের পরিকল্পিত ছিল। তাঁর নাম অনুসারেই বাড়ি রয়েছে বলেই এই পল্লী ‘অবনপল্লী’। ভাবতেও পারছি না এত সুন্দর বাড়ি এভাবে ভেঙে ফেলা হবে । শ্যাওলার মতো আস্তে আস্তে একটা আদর্শের শিক্ষা প্রতিষ্ঠানকে ঘিরে ধরছে রিসর্ট, হোটেল।’