Top News

Abdur Rahim Bakshi in controversy | বিজেপি সাংসদকে জুতোর মালা পরিয়ে গ্রামছাড়া করার নিদান, বিতর্কে আব্দুর রহিম বক্সি

হরিশ্চন্দ্রপুরঃ বিজেপি নেতাদের হাত-পা ভেঙে গ্রামছাড়া করার নিদান দিলেন তৃণমূল সভাপতি তথা মালতিপুরের তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সি (Abdur Rahim Bakshi)। এমনকি তাঁদের গ্রামে ঢুকতে না দিয়ে জুতোর মালা পরিয়ে গ্রামে ঘোরানোর নিদান দিয়েছেন তিনি। হরিশ্চন্দ্রপুরের (Harischandrapur) ভালুকা বাজারে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে এক সমাবেশে মালদা উত্তরের বিজেপি সাংসদ ও বিজেপি নেতাদের বিরুদ্ধে এই ভাষাতেই বেনজির আক্রমণ করেন এই তৃণমূল নেতা।

এদিন বক্তব্য রাখতে গিয়ে আব্দুর রহিম বক্সি বলেন, “একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন উন্নয়নমূলক কাজ করছে তখন বিজেপিরা পশ্চিমবঙ্গকে ধ্বংস করার চেষ্টা করছে। তারা চেষ্টা করছে পশ্চিমবঙ্গকে কিভাবে ধ্বংস করে দেওয়া যায়। ভারতবর্ষের ক্ষমতায় টিকে থাকা যায়। জেনে রাখো, বিজেপির বন্ধু নরখাদকের দল, মানুষ হত্যাকারীর দল, এই নরখাদকরা মানুষের রক্তের জন্য খাই খাই করছে। সেই নরখাদকরা জেনে রাখো, তৃণমূল কংগ্রেস কর্মীরা তোমাদের ওই দাঁত হাত পা ভেঙে চুরমার করে দেবে। আগামী দিনে প্রত্যেকটা নরখাদকের দাঁত ভেঙে দেব আমরা। গরিব মানুষের স্বার্থে লড়াই হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। আগামী দিনে পশ্চিমবঙ্গ পথ দেখাবে গোটা ভারতবর্ষকে।”

আব্দুর রহিম বক্সি এদিন আরও বলেন, “আমরা দেখছি লোকসভা ভোটে এখানকার এমপি নতুন করে নেমে গেছেন রাস্তায়। গ্রামে গ্রামে ফুলের মালা গলায় পড়ছেন। কিছু মানুষকে আগে থেকেই টাকা দিয়ে দিচ্ছেন বলছেন, তোরা ফুলের মালা তৈরি করে রাখিস আমি যখন গ্রামে ঢুকব তখন পরিয়ে দিবি। টিভিতে দেখাব আর বলব গ্রামের মানুষ আমাকে খুব ভালোবাসে। জেনে রাখুন এমপি বাবু জেনে রাখুন বিজেপির বন্ধুরা, খাটতে খাটতে ১০০ দিনের কাজে গরিব মানুষের পায়ের জুতোটা শেষ হয়ে গেছে, সেই জুতো দিয়ে মালা বানিয়ে বিজেপি নেতাদের পরানো হবে।”

এখানেই থেমে না থেকে তিনি বলেন, “বিজেপির নেতারা অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা দেয়নি। বিজেপি বছরে ২ কোটি চাকরির প্রতিশ্রুতি রাখেনি। বিজেপির বিরোধী দলনেতা আমাদের সামাজিক নিরাপত্তা দেয়নি এবং প্রতিশ্রুতি রক্ষা করেনি। গ্রামের মানুষের কাছে আবেদন, ব্যারিকেড তৈরি করে সেই বিজেপি নেতাদের গ্রামে ঢুকতে দেবো না।

আব্দুর রহিম বক্সির এদিনের মন্তব্যের তীব্র বিরোধীতা করেছেন উত্তর মালদার বিজেপি বিধায়ক খগেন মুর্মু। এদিন তিনি বলেন, তৃণমূল শুধু নরখাদক নন, এরা সর্বভূক। এই দলটি দুর্নীতিগ্রস্ত। মানুষই এবার তৃণমূল নেতাদের গ্রামছাড়া করবে।

Sandip Sarkar

Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Recent Posts

Samsi | খাঁড়ির উপর হয়নি কালভার্ট, প্রাণের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকোই ভরসা পিন্ডলতলাবাসীর

সামসী: সামসী(Samsi) গ্রাম পঞ্চায়েতের অধীন পিন্ডলতলা গ্রাম। এই গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে একটি মরা…

9 mins ago

Theft Case | মন্দিরের তালা ভেঙে গয়না চুরি

ইসলামপুর: মন্দিরের তালা ভেঙে গয়না নিয়ে চম্পট দিল দুষ্কৃতী (Theft Case)। ঘটনাকে ঘিরে শোরগোল পড়েছে…

26 mins ago

Money Seized | ফের উদ্ধার টাকার পাহাড়! আয়কর দপ্তরের নিশানায় এবার কারা?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এ যেন টাকার পাহাড়! তিন জুতো ব্যবসায়ীর (Show traders) বাড়িতে তল্লাশি…

48 mins ago

Narendra Modi | ‘সন্তদের অপমান দেশ মেনে নেবে না’, মমতার মন্তব্যের কড়া জবাব মোদির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘ভারত সেবাশ্রম সঙ্ঘ, রামকৃষ্ণ মিশন এবং ইসকনের সন্তদের অপমান দেশ মেনে…

51 mins ago

পায়ের ব্যথা ভোগাচ্ছে? নিয়ম করে এই ৩টি ব্যায়াম করুন…

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অল্প বয়স থেকেই পায়ের ব্যথায় ভুগছেন? ২৫-এর তরুণী হোক বা পঞ্চাশোর্ধ্ব…

1 hour ago

Siliguri | মহানন্দা সেতুর নীচে মদ-জুয়ার আসর, ক্ষোভ বাসিন্দাদের

শিলিগুড়ি: পুলিশের নাকের ডগায় বসেছে জুয়ার আসর। শিলিগুড়ির(Siliguri) এয়ারভিউ মোড় সংলগ্ন মহানন্দা সেতুর(Mahananda Bridge) নীচেই…

2 hours ago

This website uses cookies.