উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মেয়েদের আত্মরক্ষায় রাজ্যের গ্রামে গ্রামে ক্যারাটে শেখানোর উদ্যোগ রাজভবনের।বারাসতের রথতলায় একটি স্বেচ্ছাসেবী সংস্থার ‘গণ ভাইফোঁটা’ অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমনই ঘোষণা করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপাল ঘোষণা করেন, ‘অভয়া প্লাস’ প্রকল্পে শহরের পাশাপাশি গ্রামে গ্রামেও মেয়েদের ক্যারাটের প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘আপনা ভারত, জাগতা বেঙ্গল’। তার মধ্যে অভয়া প্লাস প্রকল্পটি হল মেয়েদের জন্য আত্মরক্ষামূলক কোর্স।
শনিবারও ভাইফোঁটার অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে মহিলা সুরক্ষা নিয়ে সরাসরি রাজ্যকে বিঁধেছেন রাজ্যপাল। শুরুতেই রাজ্যপাল আনন্দ বলেন, ‘‘পশ্চিমবঙ্গে মহিলারা কেউ সুরক্ষিত নন। তাই তাঁদের সুরক্ষায় রাজভবনের এই উদ্যোগ।’’ রাজভবন সূত্রে জানা গিয়েছে, ক্যারাটের পাশাপাশি শেখানো হবে কেরলের ঐতিহ্যবাহী প্রাচীন মার্শাল আর্ট ‘কলারিপায়াট্টু’। কলারিপায়াট্টু এবং ক্যারাটের সংমিশ্রণে তৈরি এই নতুন আত্মরক্ষার কৌশলের নাম দেওয়া হয়েছে ‘কলা-টে’। শুধু আত্মরক্ষাই নয়, বরং মেয়েদের শরীর ও মন সুস্থ রাখতেও সাহায্য করবে নিয়মিত ‘কলা-টে’ চর্চা।