উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গুরুতর অসুস্থ কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এবং তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। তাঁকে ভর্তি করানো হচ্ছে দিল্লির এইমসে (AIIMS)। এমনটা খবর বিজেপি (BJP) সূত্রে। দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। আইসিইউতে রেখেই চিকিৎসা চলছে। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, অভিজিতের শারীরিক অবস্থা এখনও সংকটজনক। অক্সিজেন সাপোর্টে রয়েছেন তিনি। কলকাতা থেকে তাঁকে এয়ারলিফট করে দিল্লিতে নিয়ে যাওয়া হচ্ছে।
অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে আক্রান্ত অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই সঙ্গে ‘গ্যাস্ট্রোইন্টেস্টিন্যাল সেপসিস’ও রয়েছে। গত শনিবার থেকেই তিনি হাসপাতালে চিকিৎসাধীন। বারবার বমি করছিলেন তিনি। পেটে তীব্র যন্ত্রণাও হচ্ছিল। সেই অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়।
বুধবার দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ একটি বিবৃতি দিয়ে জানিয়েছিলেন, ৬৩ বছরের অভিজিতের শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও সংকট কাটেনি। তাঁকে আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল টিম গঠন করা হয়েছে। আপাতত ‘লো ফ্লো অক্সিজেন’ চলছে প্রাক্তন বিচারপতির। গত ২৪ ঘণ্টায় তাঁর শারীরিক অবস্থার নতুন করে কোনও অবনতি হয়নি। তবে নতুন করে উন্নতিও হয়নি। তাঁকে নিয়ে উদ্বিগ্ন বিজেপির রাজ্য নেতৃত্ব। গত মঙ্গলবার তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এছাড়া, বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষও (Dilip Ghosh) হাসপাতালে গিয়ে তাঁর খোঁজ নিয়ে এসেছেন। কেন্দ্রের সঙ্গে কথা বলে তাঁকে দিল্লিতে নিয়ে যাওয়া হচ্ছে।