নয়াদিল্লি: ভারতের প্রথম অ্যাথলিট হিসেবে ২০০৮ সালের অলিম্পিকে ব্যক্তিগত বিভাগে সোনা জিতেছিলেন প্রাক্তন তারকা শুটার অভিনব বিন্দ্রা। তাছাড়াও ভারতীয় ক্রীড়াক্ষেত্রে বিন্দ্রার একাধিক গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। যা মাথায় রেখেই তাঁকে বিশেষ পুরস্কারে সম্মানিত করল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। যার পোশাকি নাম অলিম্পিক অর্ডার। অলিম্পিক ও ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদানের জন্যই মূলত ১৯৭৫ সাল থেকে এই পুরস্কার অ্যাথলিটদের দেওয়া হয়। অভিনবের বিশেষ পুরস্কার প্রাপ্তির কথা জানিয়ে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মানসুখ মান্ডাভিয়া বলেছেন, ‘অভিনব বিন্দ্রাকে অভিনন্দন। উনি অলিম্পিক মুভমেন্টে গুরুত্বপূর্ণ অবদানের জন্য অলিম্পিক অর্ডার পুরস্কার পেয়েছেন। ওঁর কীর্তি আগামীদিনেও শুটার ও অলিম্পিয়ানদের উদ্বুদ্ধ করবে।’