উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের দূরত্ব কি অবশেষে কমল? সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হওয়ার পর এমনই চর্চা শুরু হয়েছে বি-টাউনে। ওই ছবিতে অভিষেকের বক্ষলগ্না হয়ে দাঁড়িয়ে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা গিয়েছে বলিউড অভিনেত্রীকে। দুজনই পরেছিলেন কালো রংয়ের ম্যাচিং পোশাক।
ঐশ্বর্য ও অভিষেকের দাম্পত্যে ফাটল! বেশ কিছু দিন ধরেই এমন জল্পনা বলিপাড়ায়। সোশ্যাল মিডিয়াতেও এনিয়ে চর্চা চলে। বিশেষ করে আম্বানিদের বিয়ের আসরে এই সেলেব জুটি একসঙ্গে প্রবেশ না করায় জল্পনা আরও বাড়ে। এমন কথাও শোনা যাচ্ছিল যে, অভিনেত্রী নিমরত কউরের সঙ্গে অভিষেকের ঘনিষ্ঠতার জেরে দম্পতির সংসারে অশান্তি। তবে ঐশ্বর্য, অভিষেক বা নিমরত কেউই নেটপাড়ার গুঞ্জন নিয়ে মুখ খোলেননি।
জল্পনার মাঝেই সম্প্রতি মুম্বইয়ের একটি বিয়েতে একসঙ্গে হাজির হয়েছিলেন ঐশ্বর্য ও অভিষেক। বিয়ে বাড়ির বেশকিছু ছবি প্রকাশ্যে এসেছে। সেখানে দম্পতিকে একসঙ্গে দেখা গিয়েছে। বরের বুক ঘেঁষে দাড়িয়ে হাসিমুখে ছবি তোলেন ঐশ্বর্য। যা জুটির বিবাহবিচ্ছেদের জল্পনায় কার্যত ইতি টানল বলেই মনে করছেন ভক্তরা।
২০০৬ সালে ‘উমরাও জান’ ছবির শুটিং থেকে ঐশ্বর্য ও অভিষেকের প্রেমের শুরু। ২০০৭ সালে গাঁটছড়া বাঁধেন তাঁরা। ২০১১ সালে তারকা জুটির কোলে আসে প্রথম সন্তান, আরাধ্যা।