মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

Abhishek Bachchan | ‘দিনের শেষে সুখী পরিবারেই ফিরি’, ঐশ্বর্যের সঙ্গে বিচ্ছেদের জল্পনায় জল ঢাললেন অভিষেক

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অভিষেক বচ্চন (Abhishek Bachchan) ও ঐশ্বর্য রাই বচ্চনের (Aishwarya Rai Bachchan) দাম্পত্য জীবন নিয়ে কানাঘুষো চলছে গত বছর থেকেই। বিবাহবিচ্ছেদের গুঞ্জন প্রসঙ্গে কারণ হিসেবে উঠে এসেছিল বচ্চন পরিবারের অশান্তির খবর। মাঝে আবার অভিষেকের পরকীয়ার গুঞ্জনও ছড়িয়েছিল। তবে সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবন ঘিরে চলা গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন অভিনেতা।

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিষেক বলেন, ‘দিনের শেষে আমি একটি সুখী পরিবারে ফিরে যাই। আমার স্ত্রী কখনই বাইরের আলোচনার প্রভাব পরিবারের উপর পড়তে দেন না।’ তিনি আরও বলেন, ‘এটা নিশ্চিত যে প্রথমে আমার মা (জয়া বচ্চন) এবং এখন আমার স্ত্রী (ঐশ্বর্য রাই বচ্চন), তাঁরা বাইরের জগৎকে কখনই পরিবারের ভেতরে আসতে দেন না।’

সোশ্যাল মিডিয়ায় চলা গুঞ্জন যে অভিষেককে প্রভাবিত করে না সেকথাই সাফ জানিয়ে তিনি বলেন, ‘আমি এই চলচ্চিত্র জগতে বড় হয়েছি, তাই আমিও জানি কোনটা গুরুত্ব সহকারে নিতে হবে এবং কোনটা গুরুত্ব সহকারে নিতে হবে না। সোশ্যাল মিডিয়ায় যা ঘটছে তা আমাকে প্রভাবিত করে না।’

প্রসঙ্গত, ২০০৭ সালে অভিষেকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ঐশ্বর্য। তবে তাঁদের বিবাহবিচ্ছেদের গুঞ্জনের সূত্রপাত হয় গত বছর অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়েতে। কারণ সেবার বিয়ের অনুষ্ঠানে বচ্চন পরিবারের সঙ্গে দেখা যায়নি ঐশ্বর্যকে। মেয়ে আরাধ্যাকে নিয়ে তিনি আলাদাভাবে এসেছিলেন। এমনকি আরাধ্যার জন্মদিনের অনুষ্ঠানেও বচ্চন পরিবারের কোনও সদস্যকে দেখা যায়নি। যার ফলে গুঞ্জনও আরও বেড়েছিল। যদিও পরবর্তীতে আবার অন্য একটি অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছিল অভিষেক ও ঐশ্বর্যকে। তারপর কান চলচ্চিত্র উৎসবেও ঐশ্বর্যর শাড়ির সঙ্গে নজর কেড়েছিল তাঁর মাথাভর্তি সিঁদুর। যার মাধ্যমেই বিচ্ছেদের জল্পনায় কার্যত জল ঢেলেছিলেন অভিনেত্রী। এবার বিষয়টা স্পষ্ট করলেন অভিষেকও।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Saurav Ganguly’s biopic | ‘ক্রিকেট খেলতে জানি কিন্তু…’, সৌরভের বায়োপিকের জন্য আরও প্রস্তুতি দরকার রাজকুমারের!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সৌরভ গঙ্গোপাধ্যায়ের চরিত্র পর্দায় ফুটিয়ে...

Gurugram | হরিয়ানায় র‍্যাপারের গাড়ি লক্ষ্য করে চলল গুলি, অল্পের জন্য রক্ষা পেলেন ফাজিলপুরিয়া

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ অজ্ঞাতপরিচয় হামলাকারীদের গুলি থেকে অল্পের...

Bardhaman | ভবঘুরের মতো ঘুরে বেড়াচ্ছেন বাংলা টিভি সিরিয়ালের অভিনেত্রী সুমি, বলতে পারছেন না ঠিকানা!

প্রদীপ চট্টোপাধ্যায় বর্ধমান: মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে বাংলা টিভি...

Madhumita Sarcar | দিনক্ষণ পাকা, দ্বিতীয়বার সাতপাকে বাঁধা পড়তে চলেছেন মধুমিতা!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গত বছরই প্রেমিক দেবমাল্য চক্রবর্তীকে...