রাজ্য

Abhishek Banerjee | রঘুনাথগঞ্জের সভা থেকে মহম্মদ সেলিমকে ‘পরিযায়ী নেতা’ বলে কটাক্ষ, কী বললেন অভিষেক?

মুর্শিদাবাদ: বুধবার মুর্শিদাবাদের (Murshidabad) রঘুনাথগঞ্জের সভা থেকে মহম্মদ সেলিমকে ‘পরিযায়ী নেতা’ বলে কটাক্ষ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পাশাপাশি বাংলায় কংগ্রেসের সঙ্গে জোট না হওয়ার জন্যও অধীর চৌধুরীকে দুষলেন তিনি।

এদিন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে রঘুনাথগঞ্জে জনসভা ছিল অভিষেকের। সেখান থেকে এদিন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী আবু তাহের খানের সমর্থনে জলঙ্গিতে বিডিও অফিস মোড় থেকে পদ্মা ভবন পর্যন্ত রোড শো করেন তৃণমূল নেতা।

এদিন রঘুনাথগঞ্জের জনসভায় অভিষেক বলেন, ‘কংগ্রেস জোট নিয়ে আলোচনা ঝুলিয়ে রেখেছিল। একদিকে দিল্লিতে বলা হচ্ছিল জোটের কথা। অন্যদিকে বাংলায় অধীর চৌধুরী বৈঠক করছিলেন পরিযায়ী নেতা মহম্মদ সেলিমের সঙ্গে।’‌ এরপরই অভিষেক কটাক্ষ করে বলেন, ‘বাংলায় বিজেপির বি টিম হিসেবে কাজ করছে কংগ্রেস ও সিপিএম।’‌ তাঁর দাবি, ‘বিজেপির সঙ্গে লড়াই করছে একমাত্র তৃণমূল। বাংলায় এসে বাহিরাগতরা শুধু মিথ্যে বলে যাচ্ছে। মানুষকে ভয় দেখাচ্ছে।’‌ দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়েও এদিন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করে বলেন, ‘কেন্দ্র সরকার যেভাবে দৈনন্দিন জিনিসের দাম বাড়াচ্ছে, তাতে একটি সাধারণ পরিবারের সংসার চালানো দায় হয়ে পড়েছে। তেলের দাম আজ আকাশ ছোঁয়া। সেখানে আমাদের সরকার বাংলার মা বোনেদের হাতে বছরে বারো হাজার টাকা তুলে দিচ্ছে। কিছুটা হলেও সেই পরিবারের সাহায্য হচ্ছে। আর লক্ষ্মীর ভান্ডার বন্ধ করার কথা বলছেন এক বিজেপি নেত্রী।’‌ এরপরই সভায় সেই অডিও শোনান অভিষেক। পাশাপাশি ১০০ দিনের টাকা নিয়ে অভিষেক বলেন, ‘১০০ দিনের টাকা আসছে না। রাজ্য সরকার বারবার কেন্দ্রকে জানিয়েছে টাকা দিন। কিন্তু এই বিষয়ে কংগ্রেস, সিপিএম চুপ ছিল। অধীর চৌধুরী কোনও চিঠি লেখেননি কেন্দ্রকে।’‌ অধীরকে ‘‌ব্রাঞ্চ ম্যানেজার’‌ হিসেবেও কটাক্ষ করেন অভিষেক।

সিপিএম–কংগ্রেসের সঙ্গে বিজেপির যোগসাজশ প্রসঙ্গে নাম না করে অধীরকে তোপ দেগে অভিষেক বলেন, ‘উনি বারবার বলছেন বহরমপুরে এসে লড়াই করুন। একবার বলুন না ডায়মন্ডহারবারে আমার বিরুদ্ধে লড়তে। ক্ষমতা নেই আপনার। আমরা ইন্ডিয়া জোটে বলেছিলাম বিজেপিকে হারাতে আমাদের এক হয়ে লড়ার কথা। যার যেখানে যেমন ক্ষমতা সেই মতো আসন নিয়ে লড়তে। কিন্তু সব সেটিং করে বসে শুধু সময় নষ্ট করিয়েছে। দেশের মানুষ যে বিচার ব্যবস্থার ওপর আস্থা রাখে তার সঙ্গে যুক্ত থাকা মানুষগুলি আজকে বিজেপির হয়ে নির্বাচন লড়তে নামছে। কি অবস্থা ভেবে দেখুন দেশের। আমার বিরুদ্ধে কি না করেছে। আমার সঙ্গে আমার পরিবারকেও ছাড়েনি তারা। যারা আজকে বিজেপির হয়ে লড়ছে। মানুষ তার জবাব দেবে।’

Sushmita Ghosh

Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Takshak | তক্ষক উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দিল পুলিশ

ঘোকসাডাঙ্গাঃ রবিবার মাথাভাঙ্গা ২ ব্লকের বড় শৌলমারি গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে উদ্ধার হল একটি তক্ষক।…

25 mins ago

Gangarampur | গঙ্গারামপুরে অবৈধ নেশামুক্তিকেন্দ্র, অভিযোগ বিজেপি বিধায়কের

গঙ্গারামপুর: বৈধতা ছাড়াই গঙ্গারামপুর শহরের একাধিক এলাকায় রমরমিয়ে চলছে নেশামুক্তিকেন্দ্র। সেখানে মাত্রাতিরিক্ত অত্যাচারে চিকিৎসারত আবাসিকদের…

26 mins ago

Asansole | অস্ত্র বিক্রি করতে এসে পুলিশের জালে দুষ্কৃতী, উদ্ধার ৪টি পাইপগান সহ ৫৩ রাউন্ড কার্তুজ

আসানসোলঃ আসানসোলে হাতবদলের পরিকল্পনা ছিল। তার আগেই গোপন সূত্রে খবর পেয়ে আন্তঃরাজ্য বেআইনি অস্ত্র পাচারকারি…

52 mins ago

Dakshin Dinajpur | হুকিং দেখে ফেলায় মিটার রিডারকে মারধর! নিরাপত্তা নিয়ে প্রশ্ন

সৌরভ রায়, কুশমণ্ডি: প্রতিবার ইলেক্ট্রিক মিটারের রিডিং (Electric Meter Reading) নিতে গিয়েই নজরে পড়ে, মিটারের…

2 hours ago

Balurghat | বালুরঘাট স্টেডিয়ামে ইনডোর ক্রিকেট কোচিং সেন্টারে বসছে অ্যাস্ট্রো টার্ফ

বালুরঘাট: বালুরঘাট স্টেডিয়ামের ইনডোর ক্রিকেট কোচিং সেন্টারে বসতে চলেছে অ্যাস্ট্রো টার্ফ। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের…

2 hours ago

Bharat Sevashram | সন্তদের নিয়ে ‘অবমাননাকর’ মন্তব্য! মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কাল ধিক্কার মিছিল রায়গঞ্জে

দীপঙ্কর মিত্র, রায়গঞ্জ: সন্তদের নিয়ে ‘অবমাননাকর’ মন্তব্য করার অভিযোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে…

2 hours ago

This website uses cookies.