উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এসআইআরের (SIR) বিরোধিতা করে পথে নেমেছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার রেড রোডে বিআর আম্বেদকরের মূর্তির সামনে থেকে মিছিলে পা মেলান মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)। এরপর জোড়াসাঁকোয় পৌঁছে দিল্লি যাওয়ার হুঁশিয়ারি দিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।
মঞ্চে উঠে অভিষেক বলেন, ‘এসআইআর ঘোষণা করার পর সাতদিনে সাত সহ নাগরিককে হারিয়েছি। তাঁদের পরিবারকে সমবেদনা জানাই। দু’দিনের ব্যবধানে যদি আমরা এত বড় মিছিল করতে পারি, আগামী ২ মাসের মধ্যে দিল্লিতে গিয়েও মিছিল করতে পারে তৃণমূল। আমাদের ধমকে-চমকে ভাষণ দিয়ে কোনও লাভ নেই।’
দিল্লির কাছে বশ্যতা স্বীকার করবেন না বলে জানান অভিষেক। তিনি বলেন, দিল্লির কাছে বশ্যতা স্বীকার করব না। ১০০ দিনের মামলায় বাংলার মানুষের জয় হয়েছে। সাতজনের মৃত্যু হয়েছে। সবার ভোটার তালিকায় নাম ছিল। যাকে খুশি বাংলাদেশি বলে ডিপোর্ট করে দিচ্ছে। আগামীতে তৃণমূল দিল্লি যাবে। বাংলার ক্ষমতা সবাইকে দেখিয়ে আসবে।
তাঁর কথায়, ‘যাকে ইচ্ছে বাংলাদেশি বলে দিচ্ছে। এসআইআরের প্রতিবাদে বাংলার ক্ষমতা দেখাবে তৃণমূল।’ অভিষেক বলেন, ‘হঠাৎ বলছে ভোটার, রেশন কার্ড গ্রহণযোগ্য নয়। যোগ্য ভোটারের নাম বাদ গেলে জবাব দেবে তৃণমূল।’ অভিষেকের কথায়, ‘আগামীর লড়াই বিজেপিকে শূন্য করার লড়াই।’

