উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নিরাপত্তা নিয়ে জুনিয়ার ডাক্তারদের মনোভাবের সঙ্গে সহমত পোষণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আরজি কর আন্দোলনের প্রথম থেকেই চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের ‘নিরাপত্তা’ নিয়ে সরব অভিষেক। বুধবার দুপুরে নিজের এক্স হ্যান্ডলের তিনি লিখেছেন, ‘প্রথমদিন থেকেই আমি নিরাপত্তার প্রশ্নে চিকিৎসকদের উদ্বেগকে সমর্থন জানিয়ে আসছি। আমি বরাবরই বলেছি, তাঁদের অধিকাংশ উদ্বেগই বৈধ, বিচক্ষণ এবং ন্যায়সঙ্গত।’ পাশাপাশি, আন্দোলনকারীদের (Junior Doctors Protest) দাবি মেনে পুলিশ এবং স্বাস্থ্য দপ্তরে রদবদলের পর জুনিয়ার ডাক্তারদের উদ্দেশে অভিষেক বার্তা দিয়েছেন, এবার কর্মবিরতি প্রত্যাহার করে তাঁরা যেন কাজে যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করেন।
এদিন এক্স হ্যান্ডলের পোস্টে গত ১০ বছরে সিবিআইয়ের (CBI) রেকর্ডও স্মরণ করিয়ে দিয়েছেন অভিষেক। তাঁর দাবি, গত এক দশকে সিবিআই একটি তদন্তও সম্পন্ন করতে পারেনি। আরজি করের নির্যাতিতার বিচার যাতে দ্রুত হয়, তা সিবিআইকেই ‘সুনিশ্চিত’ করতে হবে। এর আগে গত ২৮ অগাস্ট টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকেও সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অভিষেক। তখনও আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ গ্রেপ্তার হননি। অভিষেক প্রশ্ন তুলেছিলেন, কেন সিবিআই সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেনি? তারপরে দুর্নীতির অভিযোগে সন্দীপকে গ্রেপ্তার করে সিবিআই। পরে তাঁকে ধর্ষণ ও খুনের মামলাতেও গ্রেপ্তার করা হয়। ওই মঞ্চ থেকেই অভিষেক ১৪ অগাস্ট মেয়েদের রাত দখলের আন্দোলনকেও সম্মান জানিয়েছিলেন।