কলকাতা: আর কিছুক্ষণ পরই সিবিআইয়ের ডাকে নিজাম প্যালেসে যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বাঁকুড়া থেকে ‘তৃণমূলের নব জোয়ার’ কর্মসূচি মাঝপথে রেখেই কলকাতায় ফিরেছেন অভিষেক। গতকাল সিবিআই তলবের পর থেকে একাধিকবার কেন্দ্রীয় এজেন্সিকে তীব্র আক্রমণ করলেও জিজ্ঞাসাবাদে হাজির হবেন বলেই জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, কিছুদিন আগে নিয়োগ দুর্নীতিতে জেলবন্দি বহিষ্কৃত তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষ অভিযোগ করেন, তাঁর মুখ দিয়ে তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডের নাম বলানোর জন্য চাপ দিচ্ছে কেন্দ্রীয় এজেন্সি। অভিযোগের বিষয়টি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নজরে আনলে তিনি প্রয়োজনে কুন্তল ঘোষের মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বসিয়ে জেরা করার নির্দেশ দেন কেন্দ্রীয় এজেন্সিকে। এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যান অভিষেক। সুপ্রিম কোর্ট এক সপ্তাহের স্থগিতাদেশ দিয়ে মামলাটি ফের কলকাতা হাইকোর্টে পাঠায়।
এই মামলাটিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ বদলে দেওয়ারও নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সেই মামলা যায় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। বিচারপতি অমৃতা সিনহা অবশ্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশই বহাল রাখেন। বিচারপতি সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ও প্রধান বিচারপতির বেঞ্চে দরবার করেও সুবিধা হয়নি অভিষেকের। এর মধ্যেই অভিষেককে তলব করে সিবিআই। যা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।