উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোটার তালিকা নিয়ে শনিবার দলের সর্বস্তরের নেতৃত্বকে নিয়ে ভার্চুয়াল বৈঠক (Virtual meeting) করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। রাজ্যজুড়ে দলের জেলা সভাপতি, সাংসদ, বিধায়ক, জেলা পরিষদের সব সদস্য এবং কলকাতা সহ সকল পুরসভার সমস্ত কাউন্সিলররা উপস্থিত ছিলেন। সব মিলিয়ে সংখ্যাটা ছিল প্রায় সাড়ে চার হাজার। সেই বৈঠকেই আইপ্যাকের (IPAC) নাম করে তোলাবাজির অভিযোগ নিয়ে মুখ খুলেছেন অভিষেক। সেই সঙ্গে একটি নম্বরও দিয়েছেন। আইপ্যাকের নামে টাকা চাওয়া হলেই তা ওই সংশ্লিষ্ট নম্বরে জানিয়ে বিষয়টি যাচাই করে নেওয়ার কথা বলেছেন।
এদিন বক্তব্য রাখাকালীনই আইপ্যাকের প্রসঙ্গ তোলেন অভিষেক। তিনি জানান, আইপ্যাকের নাম করে টাকা চাওয়া হচ্ছে। এমন অভিযোগ সামনে এসেছে। বেশ কিছু ক্ষেত্রে অভিযোগ পেয়ে দলের তরফে পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগও দায়ের করা হয়েছে। এরপরই দলীয় কর্মীদের একটি নম্বর দেন তিনি। সেই সঙ্গে অভিষেক বলেন, ‘সংশ্লিষ্ট নম্বরে ফোন করে যাচাই করুন আইপ্যাকের লোক কি না।’ তিনি সতর্ক করে আরও বলেন, ‘আমার অফিস থেকে গেলে আগাম বার্তা যাবে জেলা সভাপতির কাছে। না হলে অবশ্যই রিপোর্ট করবেন।’ এই সংক্রান্ত অভিযোগ জমা পড়লে প্রথমে তা খতিয়ে দেখা হবে দলের তরফে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট নেতার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক।
প্রসঙ্গত, আগামী বছরের বিধানসভা ভোটকে পাখির চোখ করেই আগাম সতর্কতা নিতে শুরু করেছেন তৃণমূলের সেনাপতি। আইপ্যাকের নামে তোলাবাজির অভিযোগ নিয়ে যাতে বিরোধীদের আক্রমণের মুখে পড়তে না হয়, সেটি নিশ্চিত করতেই এবার একটি নম্বর চালু করলেন অভিষেক। সেই সঙ্গে আইপ্যাকের নাম করে কারও কাছে ফোন গেলে তাঁরা যেন সংশ্লিষ্ট নম্বরে ফোন করে যাচাই করে নেন, সেই বিষয়েও সতর্ক করলেন।