Wednesday, May 31, 2023
HomeBreaking NewsBreaking News: নিজাম প্যালেসে পৌঁছোলেন অভিষেক, তার আগে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে...

Breaking News: নিজাম প্যালেসে পৌঁছোলেন অভিষেক, তার আগে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম দ্বারস্থ

কলকাতা: সিবিআইয়ের ডাকে নিজাম প্যালেসে পৌঁছোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তিনি। শনিবার সকালে সুপ্রিম কোর্টে স্পেশ্যাল রিট পিটিশন দাখিল করেন অভিষেকের আইনজীবী। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ করে এদিন সকালে শীর্ষ আদালতে আবেদন জানান তিনি। জরুরি শুনানিরও আবেদন জানানো হয়। কিন্তু সোমবার সেই আবেদনের শুনানি হবে বলে জানানো হয়েছে। এই সিদ্ধান্তের পর সিবিআই দপ্তরের দিকে রওনা হন অভিষেক।

জানা গিয়েছে, অভিষেককে জিজ্ঞাসাবাদ করবেন বাইরের সিবিআই অফিরাররা। এদিন অভিষেককে জেরার সময়ে একজন এসপি র‍্যাঙ্কের অফিসার থাকবেন, থাকবেন একজন ডিএসপি র‍্যাঙ্কের অফিসারও। কেসের আইও উপস্থিত থাকবেন। নিয়োগ দুর্নীতি তদন্তে তাঁকে তলব করা হয়েছে। পাঁচ পাতার প্রশ্নমালা তৈরি করা হয়েছে তাঁর জন্য, খবর সিবিআই সূত্রে। এদিন সকাল ১০টা ৫২ মিনিটে বাড়ি থেকে রওনা হন অভিষেক। সময়ের মধ্যেই তিনি পৌঁছে যান নিজামে। নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার আগে সিবিআই নোটিশের জবাব দিয়েছিলেন অভিষেক। চিঠিতে তিনি লিখেছিলেন, ‘১৯ তারিখ দুপুরে চিঠি পাঠানো হয়েছে, ২০ তারিখ সকাল ১১টায় হাজিরা দিতে হবে। একদিনও সময় দেওয়া হয়নি। আপনারা আগেই জানতেন, আমি রাজ্যজুড়ে দুই মাসের জনসংযোগ যাত্রায় বেরিয়েছি। তবু তদন্তে সহযোগিতার স্বার্থে আমি হাজিরা দেব।’ এদিন ইতিমধ্যে নিজাম প্যালেসে পৌঁছেছেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড।

প্রসঙ্গত, গতকাল বাঁকুড়া থেকে ‘তৃণমূলের নব জোয়ার’ কর্মসূচি মাঝপথে রেখেই কলকাতায় ফিরেছেন ডায়মন্ড হারবারের সাংসদ। গতকাল সিবিআই তলবের পর থেকে একাধিকবার কেন্দ্রীয় এজেন্সিকে তীব্র আক্রমণ করলেও জিজ্ঞাসাবাদে হাজির হবেন বলেই জানিয়েছিলেন অভিষেক।

কিছুদিন আগে নিয়োগ দুর্নীতিতে জেলবন্দি বহিষ্কৃত তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষ অভিযোগ করেন, তাঁর মুখ দিয়ে তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডের নাম বলানোর জন্য চাপ দিচ্ছে কেন্দ্রীয় এজেন্সি। অভিযোগের বিষয়টি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নজরে আনলে তিনি প্রয়োজনে কুন্তল ঘোষের মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বসিয়ে জেরা করার নির্দেশ দেন কেন্দ্রীয় এজেন্সিকে। এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যান অভিষেক। সুপ্রিম কোর্ট এক সপ্তাহের স্থগিতাদেশ দিয়ে মামলাটি ফের কলকাতা হাইকোর্টে পাঠায়।

এই মামলাটিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ বদলে দেওয়ারও নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সেই মামলা যায় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। বিচারপতি অমৃতা সিনহা অবশ্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশই বহাল রাখেন। বিচারপতি সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ও প্রধান বিচারপতির বেঞ্চে দরবার করেও সুবিধা হয়নি অভিষেকের। এর মধ্যেই অভিষেককে তলব করে সিবিআই। যা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments