উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সুপ্রিম কোর্টে রক্ষাকবচ উঠে যাওয়ার পর সম্প্রতি নিজাম প্যালেসে হাজিরা দিয়েছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁকে সেদিন সিবিআই কর্তারা ৯ ঘণ্টা ৪০ মিনিট ধরে জেরা করেছিলেন। একই দিনে তল্লাশি চালানো হয় কালীঘাটের কাকুর বাড়ি ও অফিসেও। কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের বাড়িতে তল্লাশি চালানো হয় টানা ১৬ ঘণ্টা। জানা গিয়েছিল, প্রচুর নথি নাকি নিয়ে গিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, সেই নথির ভিত্তিতেই কালীঘাটের কাকুকে তলব করা হয়েছিল ইডি দফতরে।
অভিষেক অবশ্য নিজামের জেরা পর্ব থেকে বেরিয়ে বলেছিলেন তিনি কালীঘাটের কাকুকে চেনেন না। এদিকে কালীঘাটের কাকু গোটা সংবাদমাধ্যমকে রাষ্ট্র করেছিলেন এই বলে যে, “অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার সাহেব। আমি তাঁর কর্মচারী।” কাকুর এও বক্তব্য ছিল, “আমার সাহেবকে কেউ ছুঁতে পারবে না। তিনি কারও সঙ্গে দেখা করেন না। কারও ফোন ধরেন না। তাঁকে ধরতে পারবে না বলেই আমায় টার্গেট করা হয়েছে।”