Wednesday, May 31, 2023
HomeBreaking Newsঅভিষেককে গ্রেপ্তারের আশঙ্কা আইনজীবী সিংভির, সুপ্রিম কোর্টে মিলল না রক্ষাকবচ  

অভিষেককে গ্রেপ্তারের আশঙ্কা আইনজীবী সিংভির, সুপ্রিম কোর্টে মিলল না রক্ষাকবচ  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পরের বার ডাকা হলে ইডি সিবিআইএর হাতে গ্রেপ্তার হতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনই আশঙ্কা করছেন খোদ তৃণমূল নেতা। বিষয়টি সুপ্রিম কোর্টের নজরে আনলেন অভিষেকের বর্ষীয়ান আইনজীবী অভিষেক মনু সিংভি। গ্রেপ্তার এড়াতে শীর্ষ আদালতে রক্ষাকবচের আর্জি সিংভির। তবে সেই আর্জি সোমবার খারিজ করে দেয় বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি সঞ্জয় কারোলের বেঞ্চ। আগামী শুক্রবার ফের এই মামলার শুনানি হতে পারে বলে খবর।

কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে ফের শীর্ষ আদালতে দ্বারস্থ হন তিনি। সোমবার সেই মামলার শুনানি ছিল বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি সঞ্জয় কারোলের বেঞ্চে। এ দিন আদালতে আইনজীবী অভিষেক মনু মনু সিংভি বলেন, “সিবিআই কোনও রকম সময় না দিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করছে। এর আগেরবার অভিষেককে যখন ডাকা হয়েছিল তখন তিনি দার্জিলিংয়ে ছিলেন। তড়িঘড়ি চলে আসতে বাধ্য হন। এরপরও গত শনিবার (২০ মে) একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। অভিষেককে যখন তলব করা হয়েছে তখন তিনি ‘নব জোয়ার কর্মসূচির’ জন্য বাঁকুড়ায় ছিলেন। সেই কর্মসূচি ফেলেই একপ্রকার কলকাতায় ফিরে আসতে হয় হাজিরা দেওয়ার জন্য। বার-বার তলব করে ঘণ্টার পর ঘণ্টা জেরার নামে হেনস্থা করা হচ্ছে বলেও অভিযোগ জানান তিনি। একই সঙ্গে ২৫ লক্ষ টাকার জরিমানার বিষয়টিও আদালতে উল্লেখ করেন এই বর্ষীয়ান আইনজীবী। কেন এই জরিমানা করা হল সেই বিষয়টিও জানতে চান তিনি। এমনকী, অভিষেক মনু সিংভি জানাচ্ছেন, অভিষেকের আশঙ্কা, পরের বার তাঁকে গ্রেপ্তার করা হবে। এই মামলা বিচারপতি অনিরুদ্ধ বসুর বেঞ্চে দ্রুত শুনানির আর্জি জানালেন অভিষেকের আইনজীবী।

পাশাপাশি, আইনজীবী মনু সিংভি আর্জি জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত কোনও কঠোর পদক্ষেপ না করা হয়। এদিন সুপ্রিম কোর্টে বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি সঞ্জয় কারোলের বেঞ্চ অভিষেকের সুরক্ষাকবচের কোনও উল্লেখ করেনি। এজলাসে কেন্দ্রীয় এজেন্সির তরফে উপস্থিত এস ভি রাজু পরবর্তী শুনানির দিন জিজ্ঞাসা করেন। জানা যায়, আগামী শুক্রবার এই মামলার শুনানি হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments