নয়াদিল্লি: শর্মাজি কি বেটা। রোহিত শর্মা সম্পর্কেই মজার সুরে কথাটা প্রায় বলা হয়। এবার যাতে ভাগ বসালেন ভারতীয় ক্রিকেটে উদীয়মান আরেক শর্মা- অভিষেক শর্মা। ৫৫ বলে ১৪১ রানের বিস্ফোরক ইনিংস দেখার পর ‘শর্মাজি কি বেটা’ বলে অভিহিত করেন স্বয়ং অভিষেকের ‘মেন্টর’, ‘গুরু’ যুবরাজ সিং।
ঝোড়ো ইনিংস নয়। যুবরাজ মজে প্রিয় ছাত্রের পরিণত ক্রিকেটবোধের উন্নতি দেখে। ৯৮ থেকে পরপর দুই বলে খুচরো রান নিয়ে সেঞ্চুরিতে পা রাখেন অভিষেক। যা দেখে রীতিমতো উচ্ছ্বসিত ভারতীয় ক্রিকেটের একদা ‘সিক্সার কিং’।
নিজের এক্স হ্যান্ডেলে যুবরাজ লিখেছেন, ‘ওয়াও শর্মাজি কে বেটে! ৯৮-এ ১ নিয়ে ৯৯। ফের ১ রানে সেঞ্চুরি পূরণ। এতটা পরিণতবোধ হজম হচ্ছে না। অসাধারণ ইনিংস। দারুণ খেলেছ। সাবাস ট্রাভিস হেড। দুইজনের ওপেনিং জুটি দেখার মজাই আলাদা। পাঞ্জাব কিংসও দারুণ খেলল। বিশেষত শ্রেয়স আইয়ারের ইনিংস।’
অভিষেক-জননীর প্রতিক্রিয়া রীতিমতো ভাইরাল। প্রথম ৫ ম্যাচে ২৪, ৬, ১, ২ এবং ১৮ করেছিলেন। হতাশা কাটিয়ে রঙিন প্রত্যাবর্তন। মাঠে থেকে যার সাক্ষী গর্বিত মাও। এক ভিডিওয় বলেছেন, ‘সবাই খুশি। মাও খুশি। পুরো হায়দরাবাদ খুশি ম্যাচ জিতে। গত কয়েকটা ম্যাচে অভিষেকের ব্যাটিংয়ে কিছুটা ব্রেক লেগেছিল। আর লাগবে না। এবার টানা চলবে।’
মাঠে থাকলে ছেলে রান পায় না। তাই মাঠমুখো হন না। তবে অভিষেকের জোরাজুরিতেই পাঞ্জাব ম্যাচ দেখতে গিয়েছিলেন। ছেলেই সবকিছু ব্যবস্থা করে দেন। বাবা রাজ কুমার খুশি, অভিষেক জোর না করলে এমন একটা স্বপ্নের রাত মিস করতেন।
প্রতিপক্ষ পাঞ্জাব কিংসের অন্যতম কর্ণধার প্রীতি জিন্টাও মুগ্ধ। পাঞ্জাবের ছেলে অভিষেকের কাছে দলের হারের পর প্রীতি লিখেছেন, ‘আজকের রাতটা অভিষেক শর্মার। দুর্দান্ত প্রতিভা। অবিশ্বাস্য ইনিংস। অভিনন্দন সানরাইজার্স হায়দরাবাদ। আমার দলকে বলব, এই ম্যাচটা ভুলে সামনের দিকে এগোতে হবে। টুর্নামেন্টের সবে শুরু। তাই দলের জন্য সেরা বিকল্প দ্রুত ম্যাচটা ভুলে যাওয়া।’