শিলিগুড়ি: ২২-২৪ নভেম্বর উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গোরক্ষপুরে আয়োজিত অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (ABVP) ৭০তম রাষ্ট্রীয় অধিবেশন থেকে ন্যাশনাল এগজিকিউটিভ কাউন্সিলের সদস্য হিসেবে নিযুক্ত হলেন উত্তরবঙ্গ প্রদেশের তিনজন সদস্য। এর মধ্যে রয়েছেন শিলিগুড়ির পূজা রাম, মালদার সন্দীপ দাস এভং উত্তর দিনাজপুরের দীপ দত্ত। বর্তমানে সন্দীপ মালদা বিভাগ সংগঠন সম্পাদক, দীপ প্রদেশ সহ সম্পাদক এবং পূজা প্রদেশ সহ সম্পাদিকা হিসেবে নিযুক্ত রয়েছেন।
অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের প্রদেশ সম্পাদক দীপ্ত দে বলেন, ‘গোরক্ষপুরের রাষ্ট্রীয় অধিবেশনে উত্তরবঙ্গ থেকে ১৬ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। এই অধিবেশন থেকে পাঁচটি প্রস্তাব পাশ হয়েছে।’ তিনি আরও বলেন, ‘২০১৬ সাল থেকে রাজ্যে বন্ধ রয়েছে ছাত্র নির্বাচন, নতুন করে ছাত্র নির্বাচন চালু করার দাবি এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনে নামতে চলেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। তাছাড়া পশ্চিমবঙ্গের শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির দাবিতে এবং নারী নিরাপত্তা নিয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আগামীতে সর্বস্তরে আন্দোলনে নামবে।’