শিলিগুড়ি: দার্জিলিং বেড়াতে এসে গুরুতর অসুস্থ হয়ে এক পর্যটকের মৃত্যু হল। হুগলির ভদ্রেশ্বরের বাসিন্দা ৫৮ বছর বয়সী ওই পর্যটকের নাম দীপাঞ্জন সাহা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ব্যক্তিগত গাড়ি নিয়ে সপরিবারে শুক্রবার লামাহাটা বেড়াতে আসেন ওই ব্যক্তি। শনিবার সেখান থেকে দার্জিলিং গিয়েছিলেন। রবিবার দুপুরে আবার দার্জিলিং থেকে পেশক রোড হয়ে তাঁরা লামাহাটায় ফিরছিলেন। সেই সময় গাড়িতেই গুরুতর অসুস্থ বোধ করেন ওই ব্যক্তি। সঙ্গে সঙ্গে গাড়ি ঘুরিয়ে তাঁকে দার্জিলিং সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ জানিয়েছে, সম্ভবত হৃদরোগে আক্রান্ত হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।
অন্যদিকে জলপাইগুড়ি জেলার মালবাজার থানার ওয়াশাবাড়ির পাহাড়ি পথে সেলফি তুলতে গিয়ে পা পিছলে এক পর্যটকের মৃত্যু হয়েছে। মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া থানা এলাকার বাসিন্দা ওই যুবকের নাম আলাহীন শেখ (১৮)। তিনি শিলিগুড়িতে নির্মাণকর্মী হিসাবে কাজ করতেন। সেখান থেকে কয়েকজন বন্ধু মিলে বাগরাকোট হয়ে কালিম্পংয়ের দিকে ঘুরতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার সময় এক জায়গায় তাঁরা দাঁড়িয়ে নিজস্বী (সেলফি) তুলছিলেন। সেই সময়ই আলাহীন পা পিছলে খাদে পড়ে যান। গুরুতর জখম অবস্থায় তাঁকে প্রথমে ওদলাবাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চিকিৎসকরা তাঁকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করেন। মেডিকেলে পৌছানোর পরে চিকিৎসকরা আলাহীনকে মৃত বলে ঘোষণা করেন। রবিবার মরদেহ ময়নাতদন্তের পরে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।