কলকাতা: বিয়েবাড়ি থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল ৩ জনের। রবিবার সকালে ঘটনাটি ঘটে পাণ্ডবেশ্বরের ভাটামোড় এলাকায়।মৃতদের নাম মৃদুলা দাস, সিদ্ধার্থ রায় ও সুদীপ্ত বারুই। জানা গিয়েছে, বীরভূমের সিউড়িতে একটি বিয়েবাড়িতে গিয়েছিলেন তাঁরা। ফেরার সময় পাণ্ডবেশ্বরের খোট্টাডিহি সংলগ্ন এলাকায় আচমকা দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি।ঘটনায় দুমড়ে-মুচড়ে যায় গাড়ির বেশ কিছু অংশ। খবর পেয়ে পাণ্ডবেশ্বর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালক সহ দুই যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তাঁদের মৃত বলে ঘোষণা করেন। পরে দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা জানা যায়নি। কুয়াশার কারণে এই দুর্ঘটনা নাকি গাড়িতেই যান্ত্রিক ত্রুটি ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।
টোটোকে বাঁচাতে গিয়ে নয়ানজুলিতে পড়ল গাড়ি, জখম ৭
রায়গঞ্জ: পথ দুর্ঘটনায় গুরুতর জখম হলেন সাতজন। রবিবার সন্ধ্যা সাতটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে ইটাহার থানার দুর্গাপুর এলাকায়। স্থানীয়রা জখমদের উদ্ধার...
Read more