কিশনগঞ্জ: মর্মান্তিক দুর্ঘটনায় (Accident) মৃত্যু হল ৩ বন্ধুর। বুধবার দুর্ঘটনাটি ঘটে কিশনগঞ্জে (Kishanganj) স্থানীয় বাসস্ট্যান্ডের সামনে ২৭ নম্বর জাতীয় সড়কে। মৃতরা হলেন, আদিত্য নারায়ণ, সুজল কুমার, বিট্টু বসাক। এর মধ্যে আদিত্য ও সুজল কাটিহার (Katihar) জেলার বলরামপুরের বাসিন্দা। বিট্টু পূর্ণিয়ার বাসিন্দা। তাঁরা জেলা সদরে ইন্টার মিডিয়েট পরীক্ষা দিতে আসছিলেন।
এক প্রত্যক্ষদর্শী জানান, বাইকটি দ্রুতগতিতে পাঞ্জিপাড়ার দিক থেকে আসছিল। প্রথমে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি রাস্তার পাশে ডিভাইডারে ধাক্কা মারে। এরপর ছিটকে গিয়ে একটি ট্রাকের পেছনে ধাক্কা মারে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ (Police)। তিনজনকে জখম অবস্থায় সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনার খবর পুলিশ অভিভাবকদের দিলে তাঁরা হাসপাতালে ছুটে যান।
মহকুমা পুলিশ আধিকারিক গৌতম কুমার জানান, তিনটি মৃতদেহর ময়নাতদন্ত শুরু হয়েছে। দুর্ঘনাগ্রস্ত বাইকটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। ট্রাকচালক পলাতক। ঘটনার তদন্ত চলছে।