মেটেলি: পথ দুর্ঘটনায় (Accident) মৃত্যু হল এক ওষুধ ব্যবসায়ীর। শুক্রবার ঘটনাটি ঘটে মেটেলিতে (Matelli)। মৃতের নাম, নির্মলেন্দু পাইন (৬২)। আহত হয়েছেন আরও একজন।
গতকাল নির্মলেন্দুবাবু ও তাঁর এক বন্ধু মেটেলির কালীবাড়িতে একটি মিটিংয়ে যাচ্ছিলেন। রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি বাইক সজোরে এসে তাঁদের ধাক্কা মারে। বন্ধু রাস্তার পাশে বালির উপর পড়ে গেলেও নির্মলেন্দুবাবু ছিটকে পড়েন রাজ্য সড়কে।
স্থানীয়রা আহত দু’জনকে উদ্ধার করে চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁদের মালবাজার সুপারস্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নির্মলেন্দু পাইনকে মৃত বলে ঘোষণা করেন। মেটেলি থানার পুলিশ (Matelli Police) ঘটনাস্থলে পৌঁছে বাইক আরোহীকে আটক করেছে।
জানা গিয়েছে, মেটেলি এলাকার বহু পুরোনো ব্যবসায়ী ছিলেন নির্মলেন্দু পাইন। বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন মাল জোনের সহ সভাপতি ছিলেন তিনি। এলাকায় বিভিন্ন ধরনের সামাজিক কাজের সঙ্গেও সবসময় যুক্ত থাকতেন। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ এলাকা।