উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দোলের দিন মর্মান্তিক দুর্ঘটনা (Accident)। টোটো ও গাড়ির সংঘর্ষে মৃত্যু হল শিশু সহ ৬ জনের। আহত হয়েছেন ৭ জন। শুক্রবার দুর্ঘটনাটি ঘটে নদিয়ার (Nadia) চাপড়ায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইদের বাজার করতে নাকাশিপাড়ার কয়েকজন বাসিন্দা তিনটি টোটোতে করে চাপড়ায় এসেছিলেন। বাজার করে বাড়ির পথে রওনা দিয়েছিলেন তাঁরা। পথে একটি গাড়ির সঙ্গে টোটোর সংঘর্ষ হয়। ঘটনায় দুমড়ে-মুচড়ে যায় টোটোটি। রাস্তায় ছিটকে পড়েন টোটোতে থাকা যাত্রীরা। প্রথম টোটোটিকে ধাক্কা মেরে পালানোর সময়ে বাকি টোটোগুলিতেও ধাক্কা মারে গাড়িটি। দুর্ঘটনার পর এলাকায় ছুটে আসেন স্থানীয়রা। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তাঁরাই আহতদের উদ্ধার করে চাপড়া গ্রামীণ হাসপাতালে পাঠায়। সেখান থেকে তাঁদের শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে প্রথমে শিশু সহ তিনজনকে মৃত বলে ঘোষণা করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। বাকিরা চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গাড়ির চালক মত্ত অবস্থায় তিনটি টোটোকে ধাক্কা মারে। উত্তেজিত জনতা গাড়িটি ভাঙচুর করে। মৃতদেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ (Police)।