উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তীর্থ সেরে হরিদ্বার (Haridwar) থেকে বাড়ি ফিরছিলেন তীর্থযাত্রীদের একটি দল। পথে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল ১০ জন ভক্তের। বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের পিলভিটে। হরিদ্বার থেকে ট্রাকে করে উত্তরপ্রদেশের লখিমপুরে ফিরছিলেন তীর্থযাত্রীরা। সেইসময় পিলভিটের কাছে জাতীয় সড়কের উপরে নিয়ন্ত্রণ হারায় ট্রাকটি। একটি গাছে গিয়ে ধাক্কা মারে। ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়। পাশাপাশি জখম হন বাকি ৭ জন তীর্থযাত্রী।
এদিন খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। তড়িঘড়ি উদ্ধার কাজ শুরু করেন তাঁরা। জখমদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জখম ৭ জনের মধ্যে দু’জনের শারীরিক অবস্থা সংকটজনক বলে জানা গিয়েছে। ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন: Bank Strike | আগামী সপ্তাহের শুরুতেই ব্যাঙ্ক ধর্মঘট, টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক