কানকি: একটি ছোট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে গুরুতর জখম হয়েছেন সাতজন বরযাত্রী। শুক্রবার চাকুলিয়া থানার কানকি ফাঁড়ির রামকৃষ্ণপুর এলাকার রাজ্য সড়কে ঘটনাটি ঘটে। তাঁরা সকলে গোয়ালপোখর থানার সাহাপুর এলাকার বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, সাহাপুর এলাকার এক যুবকের বিয়ের উদ্দেশ্য কয়েকটি বরযাত্রী বোঝাই গাড়ি গিয়েছিল বিহারের পিচলা এলাকায়। তারমধ্যে একটি গাড়ি আগে বরযাত্রীদের নিয়ে বাড়ি ফিরছিল। গাড়িটিতে ছিল সাতজন বরযাত্রী। রামকৃষ্ণ পুর এলাকায় আসার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা মারে। গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। পাশাপাশি গাড়িতে থাকা সব বরযাত্রী গুরুতর জখম হন। তাঁদেরকে উদ্ধার করে কানকি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে চাকুলিয়া থানার পুলিশ।
বিয়ে বাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনা, জখম ৭ বরযাত্রী
দুর্ঘটনা
শেষ আপডেট: