গয়েরকাটা: পথ দুর্ঘটনায় (Accident) মৃত্যু হল স্কুটার চালকের। বুধবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে গয়েরকাটা চা বাগান (Gairkata tea garden) সংলগ্ন এশিয়ান হাইওয়ে ৪৮-এর পার্কিংয়ের সামনে। দুর্ঘটনায় মহম্মদ হাসান নামে এক ব্যক্তির মৃত্যু হয়। তিনি বিন্নাগুড়ির বাসিন্দা। আস্তার কুজুর নামে আরও এক মহিলা দুর্ঘটনায় গুরুতর আহত হন।
স্কুটার নিয়ে ওভারটেক করার সময় কোনও গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ফলে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে মনে করে হচ্ছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত মহিলাকে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে পাঠায়। মৃতদেহটিও উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।