মেখলিগঞ্জ: স্ত্রী-র সঙ্গে পরকীয়ায় (Extra marital affairs) জড়িয়ে বিয়ে করে নেয় বন্ধু। আর সেই রাগেই বন্ধুকেই খুনের অভিযোগ ওঠে মাথাভাঙ্গার বাসিন্দা বিনয় বর্মণের বিরুদ্ধে। গত ২৬ সেপ্টেম্বর রাতে মেখলিগঞ্জের (Mekhliganj) খুনকিরঝাড় গ্রামের ঘটনা। নিজের বাড়িতেই উদ্ধার হয় অশ্বীনি বর্মনের রক্তাক্ত দেহ। মৃতের মা মীনা বর্মণ পুলিশে অশ্বীনির বন্ধু বিনয় বর্মণের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তারপরই তদন্ত করে আলিপুরদুয়ারের বীরপাড়া থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করল মেখলিগঞ্জ থানার পুলিশ।
জানা গেছে, মৃত অশ্বিনী বর্মণের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক ছিল বিনয় বর্মণের। কর্মসূত্রে দু’জনের হায়দরাবাদে আলাপ হয়। পরবর্তীতে অভিযুক্ত বিনয় বর্মনের স্ত্রী কল্পনা বর্মনের সঙ্গে অশ্বিনী বর্মনের বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। এরপর অশ্বিনী বর্মন কল্পনা বর্মনকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করে। কোচবিহারের অতিরিক্তি পুলিশ সুপার অনিমেষ রায় জানিয়েছেন, এই ঘটনা মন থেকে মেনে নিতে পারেনি বিনয় বর্মণ। তাই সে পরিকল্পনা মতোই বন্ধুকে খুন করে। পুলিশ জানিয়েছে, জেরায় প্রাথমিকভাবে অপরাধ স্বীকার করেছে অভিযুক্ত। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।