উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ হাসপাতালের পরিত্যক্ত হস্টেলে এক তরুণী জুনিয়র ডাক্তারকে ধর্ষণ করার অভিযোগ উঠল তারই সহপাঠীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গোয়ালিয়রের সরকারি মেডিকেল কলেজের হস্টেলে। সূত্রের খবর, ঘটনার পরেই পালিয়ে যায় অভিযুক্ত। তবে মঙ্গলবার অভিযুক্ত ওই সহকর্মী ডাক্তারকে গ্রেপ্তার করেছে গোয়ালিয়র পুলিশ।
জানা গিয়েছে, নির্যাতিতা তরুণী গজরাজ মেডিকেল কলেজের ছাত্রী। রবিবার বছর ২৫-এর ওই তরুণী চিকিৎসক একটি পরীক্ষার জন্য সেখানে উপস্থিত হয়েছিলেন। সেই সময় অভিযুক্ত ওই সিনিয়র চিকিৎসক তরুণীকে পরিত্যক্ত হস্টেলের একটি ফাঁকা ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। ধর্ষণের পর এই কথা কাউকে না জানানোর জন্য হুমকিও দেওয়া হয় তাঁকে। এরপরেই ওই তরুণী চিকিৎসক অভিযোগ দায়ের করেন কাম্পু পুলিশ স্টেশনে। তদন্তে নেমে পলাতক ওই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।
প্রসঙ্গত, গত ৯ আগস্ট আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার ভয়ঙ্কর স্মৃতি এখনও অমলিন রয়েছে সবার মনে। এবার তেমনই ঘটনার সাক্ষী থাকল বিজেপি শাসিত মধ্যপ্রদেশ। তবে এইক্ষেত্রে আশঙ্কাজনক অবস্থায় প্রাণে বেঁচে গিয়েছেন নির্যাতিতা। এটাই কি তবে সান্তনা? প্রশ্ন কিন্তু উঠছে।