তনয় মিশ্র, মোথাবাড়ি: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন সহবাস করেছে এলাকারই এক তরুণ। বর্তমানে গর্ভবতী ওই নাবালিকা(Minor)। তাকে ফিরিয়ে দিয়েছে স্থানীয় গ্রামীণ হাসপাতাল কর্তৃপক্ষ। এনিয়ে থানায় অভিযোগ দায়ের করা হলেও নিশ্চুপ পুলিশ। এমনই অভিযোগ তুলছে ওই নাবালিকার পরিবার। সুযোগ বুঝে এলাকা ছেড়ে পালিয়েছে অভিযুক্ত। ১০ মাস ধরে বিচারের আশায় দিন গুনছে গর্ভবতী নাবালিকা। এই ঘটনায় গোটা মোথাবাড়ি জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
ওই নাবালিকা বর্তমানে পূর্ণগর্ভা(Pregnant)। মঙ্গলবার তার প্রসব যন্ত্রণা শুরু হয়। তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় বাঙ্গীটোলা গ্রামীণ হাসপাতালে। কিন্তু নাবালিকার স্বামীর নাম ও ঠিকানা না থাকায় তাকে হাসপাতাল থেকে ফিরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। বাড়ি ফেরার পর তার শারীরিক পরিস্থিতির অবনতি হতে শুরু করে। খবর পেয়ে মোথাবাড়ি(Mothabari) থানার পুলিশ তাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মালদা মেডিকেলে ভর্তি করে। বর্তমানে মেডিকেলেই চিকিৎসাধীন সে। ওই নাবালিকা অষ্টম শ্রেণির ছাত্রী। অভিযোগ, বছরখানেক আগে গ্রামেরই এক তরুণের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে সে। এর কিছুদিনের মধ্যেই তাদের মধ্যে শারীরিক সম্পর্ক স্থাপন হয়। একাধিকবার তারা সেই সম্পর্কে জড়িয়েছিল। তার জেরে গর্ভবতী হয়ে পড়ে নাবালিকা। সেকথা জানাজানি হতেই গ্রাম থেকে উধাও হয়ে যায় অভিযুক্ত। বর্তমানে ভিনরাজ্যে রয়েছে সে। ফলে ওই ছাত্রী পরিবার এই ঘটনায় সামাজিক বিচার চাইলেও গ্রামবাসীরা তা দিতে পারেননি। এরপর গোটা ঘটনা জানিয়ে পলাতক তরুণের বিরুদ্ধে মোথাবাড়ি থানায় মেয়েকে ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করেন অভিভাবকরা।
নাবালিকার পরিবারের লোকজনের অভিযোগ, ঘটনাটি প্রায় এক বছর আগের। বিষয়টি নিয়ে আগেই মোথাবাড়ি থানায় অভিযোগ জানানো হয়েছে। গত ২৬ জুন লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু পুলিশ কোনও পদক্ষেপ করেনি। গ্রামে তদন্তেও আসেনি। ঘটনা জানাজানি হতেই অভিযুক্ত ছেলেটি এলাকা ছেড়ে ভিনরাজ্যে পালিয়েছে। তাঁরা তার কঠোর শাস্তি দাবি করছেন।
অন্যদিকে ওই নাবালিকার পরিবারের অভিযোগ, প্রসব যন্ত্রণা সত্বেও স্থানীয় হাসপাতাল তাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়। এদিকে মোথাবাড়ি থানার ওসি কুণালকান্তি দাসের বক্তব্য, ‘এই ঘটনায় তিন মাস আগেই লিখিত অভিযোগ দায়ের হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে ওই তরুণের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলাও রুজু করা হয়েছে। কিন্তু অভিযুক্ত দীর্ঘদিন ধরে পলাতক। বর্তমানে অন্য কোনও রাজ্যে রয়েছে। তাই তাকে ধরা যাচ্ছে না। তার খোঁজে তল্লাশি জারি রয়েছে।’