উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পুলিশের বন্দুক কেড়ে নিয়ে পুলিশকেই গুলি করল মহারাষ্ট্রের বদলাপুর ধর্ষণকাণ্ডে ধৃত অন্যতম অভিযুক্ত। সোমবার তাকে জেল থেকে স্থানান্তরিত করার সময় পুলিশের বন্দুক কেড়ে নিয়ে পুলিশের ওপর গুলি চালায় অক্ষয় শিণ্ডে নামে ওই অভিযুক্ত। গুলিতে ২ পুলিশকর্মী জখম হয়েছেন। পুলিশের পালটা গুলিতে মৃত্যু হয়েছে অক্ষয়ের।
প্রসঙ্গত, বদলাপুরের এক স্কুলের শৌচালয়ে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে অক্ষয়ের বিরুদ্ধে। ওই স্কুলেই সাফাইকর্মী হিসাবে কাজ করত অক্ষয়। এই ঘটনায় উত্তাল হয়ে ওঠে মহারাষ্ট্র। রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করে জনতা। তীব্র ক্ষোভ আছড়ে পড়ে সর্বত্র। ১৭ অগাস্ট পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অক্ষয় শিন্ডেকে সোমবার তালোজা জেল থেকে বদলাপুরে স্থানান্তরিত করছিল পুলিশ। সেই সময় পুলিশের গাড়ির ভেতরেই আচমকা এক পুলিশ কর্মীর থেকে তাঁর অস্ত্র কেড়ে নিয়ে গুলি চালিয়ে দেয় অক্ষয়। একাধিক রাউন্ড গুলি চালানো হয় বলে জানা গিয়েছে। আহত হন দুই পুলিশ আধিকারিক। এরপরই পুলিশের পালটা গুলিতে ধরাশায়ী হয় অক্ষয়।গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভরতি করা হলে সেখানেই মৃত্যু হয় তার।