সোমবার, ১৪ জুলাই, ২০২৫

Lalit Modi | ভারতে অভিযুক্ত! লন্ডনের পার্টিতে একসঙ্গে গাইছেন মোদি-মালিয়া

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)-এর প্রতিষ্ঠাতা ললিত মোদিকে সম্প্রতি লন্ডনে তাঁর বার্ষিক গ্রীষ্মকালীন পার্টিতে ‘ঘনিষ্ঠ বন্ধু’ বিজয় মালিয়ার সঙ্গে হুল্লোড়ে মেতে উঠতে দেখা গিয়েছে। প্রসঙ্গত, দু’জনেই বর্তমানে ভারতে আইনি লড়াই লড়ছেন  এবং ‘পলাতক’ হিসেবেই পরিচিত। এই পার্টিতে তাঁদের ফ্র্যাঙ্ক সিনাত্রার ‘আই ডিড ইট মাই ওয়ে’ গানটি গেয়ে ভাইরাল হওয়া ভিডিওটি বিশেষভাবে নজর কেড়েছে নেটিজেনদের।

ললিত মোদি লন্ডনে তাঁর পরিবার ও বন্ধুদের নিয়ে একটি বিশাল পার্টির আয়োজন করেছিলেন, যেখানে প্রায় ৩১০ জন উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার ক্রিস গেইলও উপস্থিত ছিলেন। মোদি নিজেই এই পার্টির ভিডিও শেয়ার করেন, যা দ্রুত  সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে মোদি এবং মালিয়াকে একসঙ্গে ক্যারিওকেতে গান গাইতে দেখা গিয়েছে, যা বিশেষভাবে সকলের দৃষ্টি আকর্ষণ করে।

View this post on Instagram

A post shared by Lalit Modi (@lalitkmodi)

সমাজমাধ্যমে মোদি লিখেছেন, “৩১০ জন বন্ধু এবং পরিবারের সদস্যদের সঙ্গে একটি অসাধারণ রাত কাটালাম, যাদের অনেকেই এই অনুষ্ঠানের জন্য বিশেষভাবে ভ্রমণ করে এসেছিলেন। যারা এই সন্ধ্যায় উপস্থিত হয়ে আমার জন্য এটিকে অন্যতম বিশেষ রাত করে তুলেছেন, তাদের প্রত্যেককে ধন্যবাদ।” তিনি আরও যোগ করেন, “আশা করি এই ভিডিওটি ইন্টারনেট ব্রেক করবে না। বিতর্কিত নিশ্চিত। কিন্তু এটাই আমি সবচেয়ে ভালো পারি।” এর কিছুক্ষণ আগে, ক্রিকেটার ক্রিস গেইলও বিজয় মালিয়া এবং ললিত মোদির সঙ্গে একটি ছবি শেয়ার করে লিখেছিলেন, “আমরা জীবন উপভোগ করছি। একটি সুন্দর সন্ধ্যার জন্য ধন্যবাদ।”

প্রসঙ্গত, ললিত মোদি বিসিসিআই-এর প্রাক্তন সহ-সভাপতি ছিলেন। ২০১১ সালে আর্থিক অনিয়মের তদন্তের কারণে দেশ ছেড়েছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে বিড-রিগিং, অর্থ পাচার এবং ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট (FEMA), ১৯৯৯ লঙ্ঘনের অভিযোগ রয়েছে, যার মধ্যে তহবিলের অনুমোদন বিহীন স্থানান্তরও অন্তর্ভুক্ত।

Share post:

Popular

More like this
Related

Mango diplomacy | ‘হাঁড়িভাঙা’ কৌশল! মোদি-মমতাকে আমের ঝুড়ি পাঠালেন ইউনূস

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মুহাম্মদ...

Tejashwi Yadav | ‘সূত্র না মূত্র’, বিহারে ভোটার তালিকায় বিদেশীদের নাম নিয়ে কমিশনের দাবিকে কটাক্ষ তেজস্বীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিহারে ভোটার তালিকা সংশোধনের চলতি...

New Delhi | ৬ দিন ধরে নিখোঁজ, দিল্লির এক ফ্লাইওভারের নীচে মিলল ত্রিপুরার তরুণীর দেহ    

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ৬ দিন ধরে নিখোঁজ থাকার...

Israel Attacks Gaza | গাজায় ইজরায়েলের হামলায় মৃত ৪৩! জলের লাইনে দাঁড়িয়েই প্রাণ গেল ১০ জনের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রবিবার গাজায় ভয়াবহ প্রাণঘাতী হামলা...