উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ডাইনিবিদ্যা বা উইচক্র্যাফট(witchcraft) চর্চার অভিযোগে দুই দম্পতি ও মহিলাকে পিটিয়ে হত্যা করা হল। রবিবার ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের আদিবাসী অধ্যুষিত সুকমা জেলার একটি গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই একই গ্রামের পাঁচজনকে এই হত্যার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
জানা যায়, এদিন কন্টা পুলিশ স্টেশনের অন্তর্গত একতাল গ্রামে গুজব রটে যে ওই পাঁচজন উইচক্র্যাফট বা ডাইনিবিদ্যার চর্চা চালাচ্ছে। এরপরেই ওই পাঁচজনকে পিটিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ। মৃত পাঁচজন হলেন মৌসম কান্না এবং তাঁর স্ত্রী মৌসম বিরি, মৌসম বুচ্চা এবং তাঁর স্ত্রী মৌসম আরজো এবং কারকা লাচ্ছি নামের এক মহিলা। ঘটনার খবর পাওয়ার পর পুলিশের সিনিয়র আধিকারিকেরা ঘটনাস্থলে পৌছায়। ঘটনায় ধৃত পাঁচ অভিযুক্তের নাম সালভাম রাজেশ, সালভাম হিড়মা, কারাম সত্যম, কুঞ্জাম মুকেশ এবং পোড়িয়াম এনকা।
প্রসঙ্গত, বালোদাবাজার-ভাটপাড়া জেলার একটি গ্রামে এই একইরকম একটি ঘটনা ঘটেছিল গত ১২ সেপ্টেম্বর। কালো যাদু(Black magic) নিয়ে চর্চার দায়ে এক শিশু সহ একই পরিবারের চারজনকে সেদিন একইভাবে পিটিয়ে হত্যা করা হয়েছিল বলে অভিযোগ।