উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আইনের এক পড়ুয়ার উপর অ্যাসিড হামলার (Acid attack) অভিযোগ উঠল। ১৩ অগাস্ট রাতে ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) পিলভিটে (Pilibhit)।
পুলিশ সূত্রে খবর, ১৩ অগাস্ট রাতে কাজ সেরে এক ব্যক্তির সঙ্গে বাড়ি ফিরছিলেন ওই আইনি পড়ুয়া। সেই সময় বাইকে করে দুই যুবক তাঁদের পথ আটকান। অভিযোগ, আইনি পড়ুয়াকে লক্ষ্য করে অ্যাসিড ছুড়ে পালিয়ে যায় তারা। হামলার মুখে পড়ে তরুণী চিৎকার করতেই আশপাশের লোকজন চলে আসেন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করে পড়ুয়ার পরিবার। অভিযোগ পেয়ে পুলিশ একটি বিশেষ দল গঠন করে অভিযুক্তের তল্লাশি শুরু করে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বাইকের নম্বর চিহ্নিত করা হয়। সেই সূত্র ধরেই অভিযুক্তের নাম, ঠিকানার হদিস মেলে। পুলিশের বিশেষ দল এলাকায় পৌঁছায়। পুলিশের দাবি, অভিযুক্তকে আত্মসমর্পণ করতে বলা হয়। কিন্তু সে আত্মসমর্পণ না করে পুলিশের দলকে লক্ষ্য করে গুলি চালায়। পালটা গুলি চালায় পুলিশও। সেই গুলিতে আহত হন তিনি। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযুক্তকে জেরা করে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, তরুণীর সঙ্গে তার পূর্ব পরিচয়। তাদের মধ্যে কথোপকথনও চলত। কিন্তু বেশকিছু দিন ধরেই তরুণী তাঁকে এড়িয়ে যাচ্ছিলেন বলে দাবি অভিযুক্তের। সেই রাগে সে তাঁর উপর অ্যাসিড হামলা করেন। পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।