উত্তরবঙ্গ

বন্যদের ভেসে যাওয়া রুখতে তৎপরতা বন দপ্তরের

অর্ঘ্য বিশ্বাস, ময়নাগুড়ি: ভরা বর্ষায় নদী পারাপার করতে গিয়ে একাধিকবার হস্তীশাবক সহ বিভিন্ন বন্যপ্রাণী ভেসে যাওয়ার ঘটনা ঘটেছে উত্তরের বিভিন্ন বনাঞ্চলে। গত কয়েক বছরে ডুয়ার্সের বিভিন্ন জায়গায় নদী, ক্যানাল থেকে বেশ কয়েকটি হস্তী, হরিণশাবক উদ্ধারও করেছে বন দপ্তর। তাই বন্যপ্রাণীদের সুরক্ষার জন্য এবার নদীগুলোতে বিশেষ নজরদারি চালাবে বন দপ্তর।

উত্তরবঙ্গের মুখ্য বনপাল ভাস্কর জেভি বলেন, ‘বর্ষার মরশুমে বন দপ্তরের  প্রতিটি রেঞ্জ বিশেষ করে স্কোয়াডগুলোকে সতর্ক করা হয়েছে প্রতি মুহূর্তে নজরদারি চালানোর জন্য। যে এলাকায় নদী রয়েছে, সেই এলাকাগুলোকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ নদী সংলগ্ন বিভিন্ন জায়গার পাশাপাশি গরুমারা জঙ্গলের ভেতরে মূর্তি ও জলঢাকা নদী ও পার্শ্ববর্তী এলাকাজুড়ে নজরদারি শুরু হয়েছে, নদীঘেঁষা এলাকায় কুনকি হাতিদেরও কাজে লাগানো হচ্ছে।

বেশ কয়েকবছর আগে তিস্তা নদী পার করতে গিয়ে গজলডোবার কাছে ভেসে গিয়ে মৃত্যু হয়েছিল পঁাচটি হাতির। এরপরও একাধিকবার হাতি মাঝ নদীতে আটকে পড়ার ঘটনা সামনে এসেছে। এই মুহূর্তে জলপাইগুড়ি জেলার ক্রান্তি ও রাজগঞ্জ ব্লকের মাঝে তিস্তার চরে হাতির উপস্থিতি রয়েছে। গত দেড় মাসের বেশি সময় ধরে ছোট শাবক নিয়ে শতাধিক হাতি প্রতিদিনই ভরা তিস্তা পেরিয়ে এক প্রান্ত থেকে অপর  প্রান্তে যাওয়া-আসা করছে।  তিস্তার পাশাপাশি গরুমারা ও জলপাইগুড়ি বন বিভাগের জঙ্গল সংলগ্ন  মূর্তি, জলঢাকা, নেওড়া, ডায়না সহ বিভিন্ন নদী পারাপার করে হাতি, হরিণ, বাইসন, গন্ডার সহ বন্যরা। দু’বছর আগে চাপড়ামারি ও পানঝোরার কাছে মূর্তি নদীতে একটি হস্তীশাবক ভেসে এসেছিল। সেটি উদ্ধার করে বন দপ্তর। ডুয়ার্সের বিশিষ্ট পরিবেশপ্রেমী অনির্বাণ মজুমদারের কথায়, ‘জঙ্গলের ভেতরে বন দপ্তরের নজরদারির পাশাপাশি নদী সংলগ্ন এলাকাগুলোয় জলপথে নজরদারির ব্যবস্থা ভীষণ দরকার ছিল।’

ন্যাফের মুখপাত্র অনিমেষ বসু বলেন, ‘হাতি বুদ্ধিমান প্রাণী তবে স্বাভাবিকভাবে নদী পারাপারের ক্ষেত্রে ঝুঁকি থাকে। জলস্তর বাড়লে কিংবা স্রোত বেড়ে গেলে অনেক ক্ষেত্রে হাতিদের সমস্যা হয়ে দাঁড়ায়। নদী এলাকায় বন দপ্তর নজরদারি চালালে ভালোই হবে।’

বিশিষ্ট হাতি বিশারদ পার্বতী বড়ুয়া বলেন, ‘প্রবল জলস্রোতে মানুষের পাশাপাশি বন্যদেরও বিপদের সম্ভাবনা থাকে৷ এরকম বেশ কিছু ঘটনার সাক্ষী তিনি ছিলেন। বেশ কয়েকটি হস্তীশাবক এই ঘটনায় মারাও গিয়েছে। তবে হাতি খুব বুদ্ধির পরিচয় দিয়েই নদী পারাপার করে।’

Sucharita Chanda

Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Changrabandha | চ্যাংরাবান্ধায় নির্বাচন হল এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের, সর্বাধিক ভোট পেলেন মনোজ কানু

চ্যাংরাবান্ধাঃ পুরোনো কমিটির মেয়াদ শেষ। নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন হল চ্যাংরাবান্ধা এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের। এই…

9 hours ago

Coochbehar | বিজেপি ছাড়লেন প্রধান সহ ৩ সদস্য, তুফানগঞ্জের অন্দরান ফুলবাড়ি পঞ্চায়েতের দখল নিল তৃণমূল

কোচবিহারঃ কোচবিহার লোকসভা কেন্দ্রে বিজেপি হারতেই বিজেপির হাতে থাকা একের পর এক পঞ্চায়েত দখল করছে…

10 hours ago

Puri Rath Yatra | শ্রীক্ষেত্র পুরীতে চাকা গড়ালো রথের, কাল মাসির বাড়ি পৌঁছবেন মহাপ্রভু

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জগন্নাথদেবের (Lord Jagannath) রথযাত্রায় মাতল শ্রীক্ষেত্র পুরী।  শ্রী মন্দির থেকে মাসির…

11 hours ago

Durgapur | মায়ের সঙ্গে কথা বলেই…! বেঙ্গালুরুর নার্সিং কলেজ হস্টেলে আত্মঘাতী দুর্গাপুরের তরুণী

দুর্গাপুরঃ নার্সিং পড়তে গিয়ে ভিনরাজ্যে রহস্যজনকভাবে মৃত্যু হল পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের কাঁকসার গোপালুপরের এক…

11 hours ago

India-Zimbabwe | ২২ গজে অভিষেকের তাণ্ডব! জিম্বাবোয়েকে ১০০ রানে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ভারত

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টিতে ১৩ রানে হেরে গিয়েছিল ভারত। রবিবার…

12 hours ago

Flood-Landslide in Nepal | বন্যা-ভূমিধসে বিপর্যস্ত নেপাল, তিনদিনে মৃত ১৪

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল। গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টি হচ্ছে…

12 hours ago

This website uses cookies.