উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: থেমে গেল ক্যানসারের (Cancer) সঙ্গে দীর্ঘ লড়াই। প্রয়াত জনপ্রিয় অভিনেতা অতুল পরচুরে (Atul Parchure)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৫৭ বছর। সোমবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মারাঠি ছবির দুনিয়ায় বেশ পরিচিত নাম অতুল পরচুরে। এর পাশাপাশি বেশকিছু হিন্দি ধারাবাহিক ও ছবিতেও কাজ করেছেন তিনি। কমেডি চরিত্রেই বেশিরভাগ সময় অভিনয় করেছেন তিনি। কপিল শর্মার কমেডি শো-তেও সম্প্রতি দেখা মিলেছিল তাঁর।
গত বছর তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তাঁর লিভারে একটি ৫ সেন্টিমিটার মাপের টিউমার ধরা পড়ে। আর সেটিই পরবর্তীতে ক্যানসারের আকার ধারণ করে। প্রথমে চিকিৎসা চলার কারণে তিনি বেশ কিছুদিন বিনোদন দুনিয়া থেকে দূরে ছিলেন। তবে পরবর্তীতে তিনি ফের কাজে যোগ দেন। কিন্তু আচমকাই তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে। তাঁর পরিবারে রয়ে গেলেন মা, স্ত্রী ও মেয়ে। খাট্টা মিঠা, অল দ্য বেস্ট, সালাম-ই-ইশকের মতো অসংখ্য বলিউড ছবিতে অভিনয় করেছেন তিনি।