উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রতারকদের খপ্পরে পড়ে (Defrauded) লক্ষ লক্ষ টাকা খোয়ালেন বলিউড অভিনেত্রী দিশা পাটানির (Disha Patani) বাবা জগদীশ সিং পাটানি (Jagdish Singh Patani)। তিনি নিজেও একজন প্রাক্তন পুলিশকর্মী (Retired Deputy Superintendent)। জানা গিয়েছে, অভিনেত্রীর বাবাকে সরকারি কমিশনে উঁচু পদ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন ৫ জন প্রতারকের একটি দল। আর সেই ফাঁদে পা দিয়েই ২৫ লক্ষ টাকা খোয়ালেন তিনি। ইতিমধ্যেই উত্তরপ্রদেশে পাঁচ অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন জগদীশ। অভিযুক্তরা হল শিবেন্দ্র প্রতাপ সিং, দিবাকর গর্গ, আচার্য জয়প্রকাশ, প্রীতি গর্গ এবং আরও এক ব্যক্তির নামে মামলা করা হয়েছে।
জগদীশের অভিযোগ, তিনি শিবেন্দ্র প্রতাপ সিংকে ব্যক্তিগতভাবে চিনতেন। ওই ব্যক্তিই তাঁকে বাকিদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। প্রত্যেকের সঙ্গে শক্তিশালী রাজনৈতিক যোগ রয়েছে বলেও দাবি করা হয়। আর তা কাজে লাগিয়ে জগদীশকে সরকারি কমিশনে চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান বা অন্য কোনও মর্যাদাপূর্ণ পদ পাইয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়। জগদীশ প্রতারকদের কথায় আশ্বস্ত হতেই নগদ ৫ লক্ষ টাকা এবং বাকি ২০ লক্ষ টাকা তিনটি ব্যাংক অ্যাকাউন্টে ধাপে ধাপে জমা দেন। এমনকি তিন মাসে চাকরি না পেলে সুদ সমেত টাকা ফেরত দেওয়া হবে বলেও জানানো হয়েছিল। কিন্তু এরপরও কোনও চাকরি না হলে জগদীশ টাকা ফেরত চান। তখনই তাঁকে হুমকি ও অসভ্য আচরণ করতে শুরু করে প্রতারকরা। এরপরই পুলিশে অভিযোগ জানান তিনি। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তরা এখনও গ্রেপ্তার হননি। তবে পুলিশের তরফে তদন্ত ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করার চেষ্টা চালানো হচ্ছে।