উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের নতুন করে প্রাণনাশের হুমকি (Death threat) পেলেন বলিউড অভিনেতা সলমন খান (Salman Khan)। জানা গিয়েছে, এবার মুম্বইয়ের ওরলিতে পরিবহন বিভাগের (Transport Department) হোয়াটসঅ্যাপ নম্বরে হুমকি মেসেজটি পাঠানো হয়। তাতে এবার সলমনকে বাড়িতে ঢুকে খুনের এবং তাঁর গাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনার পর ওরলি থানায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই হুমকিটি কোথা থেকে এসেছে, তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।
১৯৯৮ সালে কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় নাম জড়ানোর পর থেকেই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় রয়েছেন সলমন খান। গত কয়েক বছর ধরে এই গ্যাংয়ের থেকে একাধিকবার হুমকি পেয়েছেন অভিনেতা। এমনকি গত বছরও তাঁর বান্দ্রার ফ্ল্যাটের বাইরে বাইকে চড়ে এসে গুলি চালিয়েছিল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। সেই ঘটনার দায় স্বীকার করেছিল বিষ্ণোই গ্যাং। সেই থেকে লাগাতার খুনের হুমকি পাওয়ার পর থেকে ওয়াই-প্লাস ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হচ্ছে ভাইজানকে। দুবাই থেকে তাঁর জন্য আনা হয়েছে ২ কোটি মূল্যের বুলেটপ্রুফ গাড়িও। তাঁর বান্দ্রার ফ্ল্যাটেও চলে ২৪ ঘণ্টা নজরদারি। তবে এসবের মধ্যেও ফের হুমকি পেলেন সলমন।