বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

Susmita Roy | দাম্পত্যে ইতি! জন্মদিনেই স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা করলেন অভিনেত্রী সুস্মিতা

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কানাঘুষো শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরেই। অবশেষে সেটাই সত্যি হল। জন্মদিনেই প্রকাশ্যে আসল ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা রায়ের (Susmita Roy) বিবাহবিচ্ছেদের (Divorce) কথা। সোশ্যাল মিডিয়ায় স্বামী সব্যসাচী চক্রবর্তীর (Sabyasachi Chakraborty) সঙ্গে যৌথ বিবৃতিতে বিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণা করেছেন তিনি।

এদিন সোশ্যাল মিডিয়ায় সুস্মিতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বিবাহবিচ্ছেদের খবর তুলে ধরেন সব্যসাচী। তিনি লেখেন, ‘ভালো থাক। বড় হ আরও। জন্মদিনে, আমার শেষতম শুভেচ্ছায় অনেক ভালো থাকিস। নতুন অধ্যায় ভালো হোক।’ এরপরই বিচ্ছেদের কথা জানিয়ে তিনি লেখেন, ‘আমরা আলাদা হচ্ছি। কিছু জিনিস দু’তরফে মিলল না, মন খারাপ দু’তরফেই। সেটা কাটিয়েই এগিয়ে যাওয়া হোক!’ সেই সঙ্গে তাঁদের বিচ্ছেদ নিয়ে কোনও চর্চা বা আলোচনা না করার অনুরোধও করেন সব্যসাচী। আর এই পোস্টটি যে উভয় পক্ষের সম্মতিক্রমেই, তাও জানিয়ে দেন।

দম্পতির বিচ্ছেদের খবর মেনে নিয়েছেন সুস্মিতার দেওর তথা অভিনেতা সায়ক চক্রবর্তীও। তিনি বলেন, ‘কিছু সমস্যা তৈরি হয়েছিল তাঁদের মধ্যে। তাঁরা বিষয়টি মিটিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু শেষরক্ষা হল না।’ উল্লেখ্য, আড়াই বছর আগেও একবার বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। যদিও পরবর্তীতে সব মিটমাট করে ফের একসঙ্গে থাকা শুরু করেছিলেন। কিন্তু সেই বিচ্ছেদে এসে থামল তাঁদের পথ চলা।

প্রসঙ্গত, ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকে শ্যামার বৌদির চরিত্রে অভিনয়ের মাধ্যমে সুস্মিতা মন দর্শকদের মন জয় করেছিলেন। বর্তমানে তাঁকে জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’তে নিয়মিত দেখা যাচ্ছে। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় দৈনন্দিন জীবনের নানা মুহূর্ত তুলে ধরতেন তিনি। সেই সব ভ্লগে দেখা মিলত সব্যসাচীরও। কিন্তু সম্প্রতি বেশ কিছুদিন ধরে তাঁদের একসঙ্গে দেখতে না পাওয়ায় প্রশ্ন তুলেছিলেন অনেকে। তবে এবার বিচ্ছেদের খবর সত্যি হতেই স্বাভাবিকভাবে হতাশ অনুরাগীরাও।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Prosenjit Chatterjee | ‘মাতৃভাষাকে অপমানের কথা দুঃস্বপ্নেও…’, বাংলায় প্রশ্ন বিতর্কে কটাক্ষের শিকার, নীরবতা ভাঙলেন প্রসেনজিৎ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সম্প্রতি মুম্বইয়ে আসন্ন এক হিন্দি...

Abir Chatterjee | শিলিগুড়িতে ফিল্মসিটির স্বপ্ন অধরা, আক্ষেপ আবীরের

তমালিকা দে, শিলিগুড়ি : পর্দায় কখনও তিনি ‘ব্যোমকেশ বক্সী’,...

Humaira Asghar Ali | প্রতিরক্ষা দপ্তরের আবাসন থেকে পাক অভিনেত্রীর দেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পাক মডেল-অভিনেত্রী হুমাইরা আসগর আলি...

Alia Bhatt | ৭৭ লক্ষ টাকা আত্মসাৎ! প্রতারণার অভিযোগে গ্রেপ্তার আলিয়ার প্রাক্তন আপ্তসহায়ক

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রায় ৭৭ লক্ষ টাকা আত্মসাৎ...