Top News

Aditya Narayan | অনুরাগীর মোবাইল ছুঁড়ে ফেলে দিয়ে মাথায় আঘাত! আদিত্য নারায়ণকে তুলোধোনা সমাজমাধ্যমে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সম্প্রতি এক কলেজের অনুষ্ঠানে গান গাইতে গিয়ে ফের বিতর্কের শিরোনামে উঠে এলেন গায়ক উদিত নারায়ণের পুত্র আদিত্য নারায়ণ (Aditya Narayan)। জানা গিয়েছে, ১১ ফেব্রুয়ারি গত রবিবার ছত্তিশগড়ের ভিলাইয়ের এক কলেজের অনুষ্ঠানে গান গাইতে যান আদিত্য। সেখানে গান গাওয়ার সময়ে তিনি হঠাৎই এক অনুরাগীর (Fans) হাত থেকে জোর করে মোবাইলফোন (Mobile Phone) কেড়ে নিয়ে ভিড়ের মধ্যে ছুঁড়ে ফেলে দেন এবং তাঁর মাথায় মাইক দিয়ে আঘাতও করেন। এই ঘটনার একটি ভিডিও ইন্টারনেট (Internet) মাধ্যমে ছড়িয়ে পড়তেই তা মুহূর্তের মধ্যে ভাইরাল (Viral) হয়ে যায়। তারপরই জনসমালোচনার মুখে পড়েন গায়ক। তবে এই প্রথমবার নয়, এর আগে ২০১৭ সালেও এক বিমানবন্দরে একই ধরনের একটি ঘটনায় জড়িয়েছিলেন তিনি।

ভিডিওটি (Video) ভাইরাল হবার পর প্রথম তিনদিন আদিত্য নারায়ণের তরফ থেকে কোনও বক্তব্য শোনা না গেলেও অবশেষে তিনদিন পর এবিষয়ে মুখ খুলেছেন তিনি। এক সংবাদমাধ্যমকে গায়ক জানিয়েছেন, ‘সত্যিকথা বলতে, কোনও মন্তব্য নেই। আমি শুধুমাত্র সর্বশক্তিমানের কাছে জবাব দিতে বাধ্য। ব্যস এইটুকুই।’

এর আগে যদিও একটি সাক্ষাৎকারে অনুষ্ঠানের এক আয়োজক বলেন, ‘ওই ছেলেটি কলেজের (College) ছাত্র ছিল না, সে নিশ্চয়ই কলেজের বাইরে থেকে এসেছিল। সে অনবরত আদিত্যর পা ধরে টানছিল। আর তাতে আদিত্য বিরক্ত হচ্ছিল। এমনকি সে বেশ কয়েকবার তাঁর ফোন দিয়ে আদিত্যর পায়ে আঘাতও করেছিল। ঠিক তখনই আদিত্য তাঁর মেজাজ হারিয়ে ফেলেন। এই ঘটনার পরও তিনি ছাত্রদের সঙ্গে প্রায় ২০০টি সেলফি (Selfie) তুলেছেন। এই একটি ঘটনা বাদে পুরো অনুষ্ঠানই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ঘটনাটির পরও অনুষ্ঠানটি (Event) আরও দুঘন্টা ধরে চলেছিল। ছাত্রটির যদি কোনও দোষ না থাকত, তবে সে অবশ্যই এগিয়ে এসে প্রতিবাদ জানাত।’ তিনি আরও বলেন, ‘এমনকি দর্শন রাওয়ালও কলেজের অনুষ্ঠানগুলি করা বন্ধ করে দিয়েছেন কারণ এই ধরনের ঘটনা প্রায়শই প্রতিটি শহরে ঘটতে থাকে। জনগন সব কিছুর পেছনে থাকা সত্যিটাকে জানেন না। তাঁরা খালি একটি দিকই দেখতে পান। সে ক্রমাগত আদিত্যকে আঘাত করছিল এবং টানছিল, কী হত যদি আদিত্য পড়ে যেত?’

Mouli Majumder

Mouli Majumder is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mouli is involved in Copy Editing, Uploading in website.

Recent Posts

Malda | ভাঙনে কেড়েছে ঘর, আগুনে ছাই পরিচয়পত্রও! ভোটদান নিয়ে সংশয়ে বলরামপুর

শেখ পান্না, রতুয়া: বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভিটেমাটি হারিয়েছে মালদার (Malda) বলরামপুর (Balrampur) গ্রামের প্রায় ৬০টি পরিবার৷…

3 mins ago

Student Stabbed | অস্ট্রেলিয়ায় ভারতীয় ছাত্রকে ছুরি দিয়ে কুপিয়ে খুন

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়ায় ভারতীয় ছাত্রকে ছুরি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল। মেলবোর্নের ওরমন্ডে…

3 mins ago

Illegal business | ভুটানে সস্তা জ্বালানি, সীমান্ত পেরিয়ে রমরমিয়ে চলছে অবৈধ কারবার

বানারহাট: ভুটানে সস্তা পেট্রোল-ডিজেল। ভুটানের সেই সস্তার তেল সীমান্ত পেরিয়ে নিয়ে এসে ভারত-ভুটান সীমান্তের বিভিন্ন…

22 mins ago

Lok Sabha Election 2024 | রাত পোহালেই ভোট, পোলিং এজেন্ট দেওয়ার প্রস্তুতি মালদায়

বৈষ্ণবনগর: কংগ্রেস, বিজেপি, তৃণমূল ইতিমধ্যেই দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে নিজেদের রাজনৈতিক প্রচার শেষ করেছে। সোমবার…

24 mins ago

Covishield | কোভিশিল্ডের পার্শ্বপ্রতিক্রিয়া! এবার মামলা শুনবে সুপ্রিম কোর্ট

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কোভিড টিকা কোভিশিল্ডের (Covishield) পার্শ্বপ্রতিক্রিয়ার (Side effects) সম্ভাবনা ইতিমধ্যেই স্বীকার করে…

26 mins ago

Madhyamik Result | বাবা পরিযায়ী শ্রমিক, মাধ্যমিকে সফল হয়ে চিকিৎসক হওয়ার স্বপ্ন দীপশিখার

দেওয়ানহাট: তার বয়স তখন সবে পাঁচ। বাবা-মায়ের হাত ধরে সে পৌঁছে গিয়েছিল গোলাপি শহর জয়পুরে।…

34 mins ago

This website uses cookies.