করণদিঘি: রাজ্যজুড়ে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। বাদ নেই ওমিক্রনও। এই পরিস্থিতিতে করোনাবিধি মেনে হাট বসা নিয়ে মালিক সহ ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করল ব্লক প্রশাসন। শুক্রবার করণদিঘি ব্লকের সুকান্ত মঞ্চে বৈঠক হয়। এদিন বিলাসপুর, বিকোর, রসাখোয়া, টুঙ্গিদিঘি ছাড়াও পঞ্চায়েত এলাকার হাটের ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করা হয়।
এদিন ব্যবসায়ীরা পণ্য বিক্রির জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়ার কথা বলেন। করণদিঘির বিডিও নীতিশ তামাং জানান, হাটে স্যানিটাইজ ব্যবহার, মাস্ক পরা, ভিড় এড়ানোর বিষয়গুলি নিয়ে আলোচনা হয়। এদিন বৈঠকে বিডিও ছাড়াও উপস্থিত ছিলেন করণদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি মহম্মদ কামরুজ্জামান, ব্লক স্বাস্থ্যকেন্দ্রের আধিকারিক আভাষ রাজ, করণদিঘি থানার আইসি সৌম্যজিৎ রায় সহ আরও অনেকে।
লাইক করুন আমাদের ফেইসবুক পেজ : https://www.facebook.com/uttarbangasambadofficial