শিলিগুড়ি: পাহাড়ের চা বাগানে বোনাস (Puja Bonus) সমস্যা মিটেও যেন মিটছে না। বাগান মালিকেরা শ্রমিকদের (Labourers-of-tea-garden) দাবি মতো ২০ শতাংশ হারে বোনাস না দেওয়ায় ‘অ্যাডভাইসরি’ জারি করেছিল রাজ্য সরকার। মঙ্গলবার ডাকা হয়েছিল পঞ্চম ত্রিপাক্ষিক বৈঠক। সেখানে নির্দেশ দেওয়া হয়, রাজ্য সরকারের ‘অ্যাডভাইসরি’ মেনে তরাই-ডুয়ার্সের মত পাহাড়ের চা বাগানেও ১৬% হারে পুজোর বোনাস দেওয়া হোক। আগামী ৪ অক্টোবরের মধ্যে বোনাস মিটিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু বাগান শ্রমিকেরা ২০ শতাংশ বোনাসের দাবিতে এখনও অনড়। তাঁদের দাবি না মিটলে আগামীকাল থেকে লাগাতার ধর্মঘটের (Strike) হুঁশিয়ারি দিয়েছে বাগান শ্রমিকেরা। যদিও শিলিগুড়িতে (Siliguri) শ্রম দপ্তরে বৈঠক এখনও চলছে।
শ্রমিকদের দাবি ছিল ২০ শতাংশ হারে বোনাস দিতে হবে। অন্যদিকে, মালিকপক্ষ ১৩ শতাংশ বোনাসের দাবিতে অনড় ছিল। এই নিয়ে বিগত বেশ কিছুদিন ধরেই মালিক ও শ্রমিকদের মধ্যে চলছিল দর কষাকষি। একাধিকবার দু’পক্ষের মধ্যে বৈঠকও হয়েছে। তবে মেলেনি কোনও সমাধান সূত্র। অগত্যা বাধ্য হয়ে সোমবার কাজ বন্ধ রেখে ১২ ঘণ্টা ধর্মঘট পালন করে চা শ্রমিক সংগঠনগুলি। বন্ধ ছিল যান চলাচল। তার জেরে সমস্যায় পড়েন পাহাড়ে বেড়াতে যাওয়া পর্যটকেরাও।
এই পরিস্থিতিতে আসরে নামে নবান্ন (Nabanna)। শ্রম দপ্তরকে (Labour Commission) নির্দেশ দেওয়া হয়, বোনাস জট কাটাতে মালিক পক্ষ এবং শ্রমিকদের নিয়ে বৈঠক করা হোক। সেই নির্দেশ মত মঙ্গলবার শুরু হয় বৈঠক। কিন্তু বৈঠক থেকে সমাধান সূত্র মিলল না। বাগান শ্রমিকেরা ২০ শতাংশ বোনাসের দাবিতেই অনড় রইলেন। অন্যদিকে, গতকাল উত্তরবঙ্গ ছাড়ার আগে বাগডোগরা বিমানবন্দরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (CM Mamata Banerjee) বনধ নিয়ে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট জানিয়েছিলেন, ‘আমি কোনও বনধ সমর্থন করি না।’