অমরাবতী: অন্ধ্রপ্রদেশে শুক্রবার আরও ২জন ওমিক্রন আক্রান্তের হদিস মিলল। এই নিয়ে সেখানে ওমিক্রন আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪। জানা গিয়েছে, আক্রান্ত ২ জনেরই ট্র্যাভেল হিস্ট্রি রয়েছে।
পূর্ব গোদাবরীর বাসিন্দা ৩৯ বছরের মহিলা কুয়েত থেকে ফিরেছিলেন। অপরদিকে, বিশাখাপত্তনমের বাসিন্দা ৩৩ বছরের ব্যক্তি সম্প্রতি ইউএই থেকে ফিরেছেন। দু’জনের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হলে ওমিক্রন আক্রান্তের হদিস মেলে। আপাতত দু’জনই হোম আইসোলেশনে রয়েছেন।
পাশাপাশি উত্তরাখণ্ডেও থাবা বসিয়েছে ওমিক্রন। ইতিমধ্যেই দেরাদুনে এক ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলেছে। করোনার এই নয়া স্ট্রেন রুখতে সতর্কতামূলক পদক্ষেপ করার বার্তা দিয়েছে সেরাজ্যের সরকার। সেখানকার হাসপাতালের বেড বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, হাসপাতালগুলিতে পর্যাপ্ত অক্সিজেন রাখার কথাও বলা হয়েছে। সেরাজ্যের বিভিন্ন এলাকায় গিয়ে করোনা পরীক্ষা এবং টিকাকরণের নির্দেশ দেওয়া হয়েছে।
লাইক করুন আমাদের ফেইসবুক পেজ : https://www.facebook.com/uttarbangasambadofficial