উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আফগানিস্তান সীমান্তে (Afghan Border) সন্ত্রাসবিরোধী অভিযানে বড় সাফল্য পেল পাক সেনা (Pak Army)। পাক সেনার দাবি, আফগানিস্তানের (Afghanistan) দক্ষিণ ওয়াজিরিস্তানে অভিযান চালিয়ে খতম করা হয়েছে ৩০ জঙ্গিকে। তবে কোন জঙ্গি সংগঠনের সদস্যদের বিরুদ্ধে পাক সেনার এই অভিযান তা জানা যায়নি। জানা গিয়েছে, মৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে।
দীর্ঘদিন ধরে পাকিস্তানের মাথাব্যাথার অন্যতম কারণ তেহরিক-ই-তালিবান বা টিটিপি। ফলে টিটিপি দমনে মরিয়া হয়ে উঠেছে পাকিস্তান। গত জানুয়ারিতেও খাইবার পাখতুনখোয়া প্রদেশে টিটিপি দমনে বড় অভিযান চালিয়েছিল সেনা। টিটিপি জঙ্গিদের পাকিস্তানের বিরুদ্ধে কাবুল ব্যবহার করছে বলে অভিযোগ পাকিস্তানের। যদিও সে অভিযোগ অস্বিকার করেছে তালিবান সরকার।