উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বর্তমানে পাকিস্তান এবং আফগানিস্তানের (Afghanistan) মধ্যে সংঘর্ষে উত্তপ্ত দুই দেশ। তার ওপরে আফগানিস্তানের সঙ্গে শান্তি আলোচনার উদ্যোগে কাবুলের কাছ থেকে বড়সড় ধাক্কা খেল ইসলামাবাদ।
তবে তালিবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, আপাতত আফগানিস্তানের তরফে সংঘর্ষ থামানো হয়েছে।
এই পরিস্থিতিতে আফগানিস্তানে তিনটি অনুষ্ঠানে আসতে চেয়ে গত তিন দিনে একাধিকবার ভিসার জন্য আবেদন করেছিলেন পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এবং সেনাপ্রধান আসিম মুনির সহ পাক সরকারের আরও দুই উচ্চপদস্থ আধিকারিক। কিন্তু বিভিন্ন কারণ দেখিয়ে বারবার সেই আবেদনগুলি খারিজ করে দিয়েছে কাবুল। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করছেন, এতে ইসলামাবাদের উপর কূটনৈতিক চাপ সৃষ্টি করল কাবুল।
এদিকে কাবুল-ইসলামাবাদ পরিস্থিতি ঘিরে ফের তাদের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব নিয়ে এগিয়ে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ইজরায়েল যাওয়ার পথে তিনি সাংবাদিকদের বলেন, আমি শুনেছি পাকিস্তান (Pakistan) ও আফগানিস্তানের মধ্যে যুদ্ধ চলছে। আমি শান্তি স্থাপনে যথেষ্ট দক্ষ। আর সংঘাত মেটানোটা আমার কাছে গর্বের ব্যাপার। তাই আমি ফিরেই ওই দুই দেশের বিষয়টি দেখব।
অপরদিকে আফগান-পাকিস্তান সংঘাত নিয়ে নাক গলিয়েছে চিনও। ওই দুই দেশে থাকা তাদের কর্মী, প্রকল্প এবং প্রতিষ্ঠানগুলির নিরাপত্তা নিয়ে তারা চিন্তিত। তাই বেজিংয়ের তরফে দুই দেশকে সংযম বজায় রাখা ও শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে।
তারা জানিয়েছে, দুই দেশই চিনের বন্ধু এবং একে অপরের প্রতিবেশী। ওই দুই দেশের দীর্ঘমেয়াদী স্বার্থে প্রতিবেশী সুলভ, অর্থনৈতিক ও সামাজিক সমৃদ্ধির সম্পর্ক গড়ে তুলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করা উচিত।

