উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দীর্ঘ ২৯ বছরের দাম্পত্য জীবনে ইতি টেনেছেন সুরকার এআর রহমান (AR Rahman) ও তাঁর স্ত্রী সায়রা বানু (Saira Banu)। মঙ্গলবার রাতেই একথা জানিয়েছিলেন সায়রা বানুর আইনজীবী। এর কিছুক্ষণ পরই সোশ্যাল মিডিয়ায় বিবাহবিচ্ছেদের (Divorce) কথা জানান অস্কারজয়ী সংগীতশিল্পী।
ঠিক কী কারণে বিচ্ছেদের পথে হাঁটলেন তাঁরা, তা এখনও স্পষ্ট নয়। তবে এক্স হ্যান্ডেলে পোস্ট করা বিবৃতিতে রহমান জানিয়েছেন, দাম্পত্যের তিরিশ বছরের জন্য অনেক প্রত্যাশা ছিল তাঁদের। কিন্তু তা পূরণ হল না। তিনি লিখেছেন, ‘আমরা গ্র্যান্ড থার্টিতে পৌঁছানোর আশা করেছিলাম। কিন্তু নিয়তির যে অন্য ভাবনা ছিল আর তা আগে থেকে আঁচ করা যায়নি। ভাঙা হৃদয়ের ভারে ঈশ্বরের আসনও কেঁপে উঠতে পারে। তবুও এই ছিন্নভিন্ন সম্পর্কে আমরা মানে খুঁজতে থাকি। যদিও এই ভাঙা টুকরো গুলো আবার আগের মতো জোড়া লাগানো সম্ভব নয়। জীবনের এই ভঙ্গুর অধ্যায়ে আমাদের গোপনীয়তাকে সম্মান করার জন্য বন্ধুদের ধন্যবাদ জানাই।’
“We had hoped to reach the grand thirty, but all things, it seems, carry an unseen end. Even the throne of God might tremble at the weight of broken hearts. Yet, in this shattering, we seek meaning, though the pieces may not find their place again. To our friends, thank you for…
— A.R.Rahman (@arrahman) November 19, 2024
রহমানের বিবাহবিচ্ছেদের পর একই পথে হাঁটলেন তাঁর টিমেরই গিটার বাদক মোহিনী দে (Bassist Mohini Dey)। ইনস্টাগ্রামে এক যৌথ বিবৃতিতে মোহিনী তাঁর স্বামী সংগীত পরিচালক মার্ক হার্টসাচের (Mark Hartsuch) সঙ্গে বিচ্ছেদ ঘোষনা করেছেন। মোহিনী ও তাঁর স্বামীর কর্মক্ষেত্র একই, তাই বিচ্ছেদের পরও তাঁরা একসঙ্গে কাজ করে যাবেন বলে জানিয়েছেন। মোহিনী লেখেন, ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি যে মার্ক এবং আমি বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। দুজনে আলাদা হলেও, আমরা খুব ভালো বন্ধু থাকব। বিচ্ছেদ হলেও আমি মার্কের সঙ্গে কাজে যুক্ত থাকব। আমরা দুজনেই মিলে অনেকগুলো প্রোজেক্টে কাজ করছি। সেটা সফলভাবেই শেষ হবে।’ ২৯ বছর বয়সি মোহিনী দে কলকাতার মেয়ে। তিনি রহমানের সঙ্গে ৪০টিরও বেশি শোয়ে পারফর্ম করেছেন।
View this post on Instagram
এদিকে রহমান ও সায়রার বিচ্ছেদ ঘোষণা করার কয়েক ঘণ্টার মধ্যেই মোহিনীও তাঁর দাম্পত্যে ইতি টেনেছেন। আর যা নিয়ে নেটপাড়ায় জল্পনা তুঙ্গে। তবে কি এই দুই বিবাহবিচ্ছেদের মধ্যে কোনও সূত্র রয়েছে? এই ঘটনার পেছনে রহমান ও মোহিনীর পরকীয়ার সম্ভাবনা থাকতে পারে বলে অনুমান নেট নাগরিকদের।